শেষ আপডেট: 9th January 2025 22:42
দ্য ওয়াল ব্যুরো: পুনের বিপিও অফিসে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করতেন ২৮ বছরের তরুণী। মঙ্গলবার ইয়েরাওয়াড়া এলাকায় সেই অফিসের পার্কিং লটেই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুন করল সহকর্মী যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃতার নাম শুভদা শঙ্কর কোদারে (২৮)। কাটরাজ অঞ্চলের বাসিন্দা ছিলেন তিনি। শিবাজীনগরের বাসিন্দা কৃষ্ণ সত্যনারায়ণ কানোজা সন্ধে ৬টা ১৫ নাগাদ ঘটনাটি ঘটায়।
Stabbing,& murder of a young woman and crowds of onlookers; This video of the murder in Yerwada (pune)has gone viral.. pic.twitter.com/vrzFNlGHSy
— Krishna Kant Mishra (@KKMishraOffice) January 9, 2025
পারস্পরিক বিরোধের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তরুণীর উপর চড়াও হওয়ার পর যখন হাত থেকে অস্ত্র মাটিতে ফেলে দেয়, তার পরেই আশেপাশের মানুষ গিয়ে চেপে ধরে তাকে পুলিশের কাছে নিয়ে যায়। পুলিশের ডেপুটি কমিশনার হিম্মত যাদব জানান, কনুইতে গুরুতর আঘাত পেয়েছিলেন তরুণী।
তাঁর কথায়, 'তরুণীকে তড়িঘড়ি নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেদিন রাতে তিনি চিকিৎসা চলাকালীনই গুরুতর জখমের কারণে মারা যান। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।'
বলেন, 'প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাবার অসুস্থতার নাম করে ওই তরুণীকে কিছু টাকা ধার নিয়েছিলেন যুবকের থেকে। কিন্তু আর তা ফেরত দেননি। বহুবার চাওয়ার পরেও টাকা ফেরত না পাওয়ায় এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।'
ইয়েরাওয়েড়া থানায় মঙ্গলবার গভীর রাতে এফআইআর দায়ের করা হয় যুবকের বিরুদ্ধে। সংবাদমাধ্যম সূত্রে খবর, শুভদা আহত হওয়ার পরেই তাঁর বাবাকে ফোন করে সমস্ত ঘটনা জানিয়েছিলেন। অন্যদিকে অভিযুক্ত কৃষ্ণ কানোজাও শুভদার বাবাকে ফোন করে আবারও ধার নেওয়া টাকা ফেরত দেওয়ার জন্য বলেন। ঘটনার তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।