শেষ আপডেট: 17th July 2024 20:47
দ্য ওয়াল ব্যুরো: এ কি তাহলে বংশ পরম্পরায় দুর্নীতি? ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারের ইস্যুতে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই জমি সংক্রান্ত বিষয়ে তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে আলাদাভাবে মামলা দায়ের হয়েছে। কিন্তু এবার জানা গেল, কর্মরত অবস্থায় দু'বার সাসপেন্ড করা হয়েছিল পূজার বাবা দিলীপকে। কারণ, দুর্নীতি!
ভুয়ো নথি জমা দিয়ে নিজেকে 'বিশেষভাবে সক্ষম' সাজিয়ে ইউপিএসএসি পরীক্ষা পাশ করার অভিযোগ উঠেছে পূজা খেদকারের বিরুদ্ধে। শুধু তাই নয়, ট্রেনি অফিসার হয়েও পদের অপব্যবহার করেছেন তিনি এমন অভিযোগও আছে। সেই প্রেক্ষিতে তাঁকে বদলিও করা হয়। এরই মাঝে পূজার বাবা দিলীপ খেদকারকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, মহারাষ্ট্র দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে কর্মরত অবস্থায় তাঁকে 'কম্পালশরি রিটায়ার্মেন্ট' নেওয়ানো হয়েছিল। তবে তার আগে দু'বার তাঁকে সাসপেন্ড করা হয় দুর্নীতির অভিযোগ ওঠায়।
মূলত ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল দিলীপের বিরুদ্ধে। প্রথমবার তিনি সাসপেন্ড হন ২০১৮ সালে। এর ঠিক দু'বছর পর আবার ২০২০ সালে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। ঘুষ নেওয়ার অভিযোগ ছাড়াও তাঁর বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ আনা হয়। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য দিলীপ ২৫ হাজার থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ চেয়েছিলেন!
পরবর্তী সময়ে তাঁর অবসরের পর জমি সংক্রান্ত মামলায় নাম জড়ায় দিলীপ এবং তাঁর স্ত্রী মনোরমার। এক কৃষককে হুমকি ও গ্রামবাসীদের পিস্তল উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নানান 'দুর্নীতি' ও 'মিথ্যা'র আশ্রয় নেওয়া পূজার বাবা-মায়ের বিরুদ্ধে। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে, পূজার মা মনোরমা একটি পিস্তল উঁচিয়ে একদল লোককে ভয় দেখাচ্ছেন।
এদিকে পূজার বাবা দিলীপ এক সাংবাদমাধ্যমে দাবি করেছেন, তাঁর মেয়ে কোনও অপরাধ করেনি। বরঞ্চ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে কেউ। তবে কে, সে ব্যাপারে কিছু জানাননি তিনি। যদিও সম্প্রতি এই তথ্য সামনে এসেছে, ইউপিএসসিতে সংরক্ষণের সুবিধা নেওয়ার জন্য যে দুটি সার্টিফিকেট জমা দিয়েছিলেন পূজা, সেগুলি ভুয়ো। পুণের একটি হাসপাতাল থেকে ‘বিশেষভাবে সক্ষম’ সংক্রান্ত সার্টিফিকেট পেতে বাড়ির যে ঠিকানা ব্যবহার করেছিলেন সেটা সম্পূর্ণ ভুয়ো। আবার জাল রেশন কার্ড বানিয়ে তার ভিত্তিতে নিজেকে 'বিশেষভাবে সক্ষম' বলে প্রমাণ করেছিলেন পূজা।