শেষ আপডেট: 6th January 2025 13:13
দ্য ওয়াল ব্যুরো: বিহারের রাস্তাঘাট হেমা মালিনীর গালের মতো করে দেব। লালুপ্রসাদ যাদবের সুরেই এবার দিল্লির কালকাজির রাস্তা প্রিয়ঙ্কা গান্ধীর গালের মতো করে দেওয়ার কথা বলে ফেঁসে গিয়েছেন কেন্দ্রের বিজেপি প্রার্থী রমেশ বিধুড়ী। চলতি বছরের গোড়াতেই অনুষ্ঠিত হতে চলা দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টি ও কংগ্রেস প্রবল শীতেও বিধুড়ীর একের পর এক বেফাঁস মন্তব্যকে ঘিরে বাজার গরম করে দিয়েছে রাজধানীতে।
দেশে যে কয়েকজন সুরসিক রাজনীতিক আছেন, তাঁদের মধ্যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব অন্যতম। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী লালুপ্রসাদ যাদব একবার বলেছিলেন, আরজেডি ভোটে জিতলে বিহারের রাস্তা হেমা মালিনীর গালের মতো মসৃণ করে দেব। সে সময় তাঁর এই মন্তব্যকে ঘিরে তুমুল হইচই হয়েছিল। লালুর সেই মন্তব্যের দৃষ্টান্ত টেনে বিধুড়ী তাঁর বক্তব্যের সাফাই দিতে চাইলেও বিজেপি নেতৃত্বের নির্দেশে তিনি প্রিয়ঙ্কা গান্ধী বঢরা সম্পর্কে 'নারীবিদ্বেষী' কথা প্রত্যাহার করে অনুতপ্ত বলে জানিয়েছেন।
গতকাল, রবিবার কংগ্রেস একটি ভিডিও প্রকাশ করে প্রচারে নামে যে, আপ মুখ্যমন্ত্রী আতিশীর বিরুদ্ধে কালকাজির বিজেপি প্রার্থী বলেছেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে কালকাজির রাস্তাঘাট প্রিয়ঙ্কা গান্ধীর গালের মতো করে দেওয়া হবে। তা নিয়ে রবিবারের ভোটের বাজার সব দলের তরজায় জমে ওঠে। যদিও পরে বিধুড়ী অনুতাপ প্রকাশ করে তাঁর মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য হন।
শুধু প্রিয়ঙ্কাই নন, প্রতিদ্বন্দ্বী আপ নেত্রী আতিশী নিয়েও বিতর্কিত কড়া কথা বলেছেন প্রাক্তন সাংসদ বিধুড়ী। তিনি বলেন, আতিশী নে বাপ বদল লিয়া। কেজরিওয়াল বওনা দুর্যোধন হ্যায়। আতিশী রমেশ বিধুড়ীকে নারী বিরোধী মানসিকতার বলে অভিযুক্ত করেছেন। কংগ্রেস নেতারাও তাঁর এই ধরনের কথাবার্তাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের গর্ভজাত বিজেপির রাজনৈতিক চরিত্র বলে নিন্দা করেছে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, প্রিয়ঙ্কাকে নিয়ে বিধুড়ীর মন্তব্যে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে পারে দল।