শেষ আপডেট: 12th August 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর-কাণ্ডে সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে কঠোর পদক্ষেপের আর্জি জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় ন্যায়বিচার সুনিশ্চিত করার উপর জোর দিয়েছেন ইন্ডিয়া জোট শরিক দলের নেত্রী প্রিয়ঙ্কা। প্রসঙ্গত, কলকাতার আর জি কর হাসপাতালে শুক্রবার সকালে সেমিনার হলের ভিতরে স্নাতকোত্তর শিক্ষানবীশ ডাক্তার ছাত্রীর দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য ও দেশের রাজনীতিতে এখন তোলপাড় চলছে।
সেই ঘটনা নিয়ে এদিন দুপুরের পর প্রিয়ঙ্কা এক্সবার্তায় বলেন, কলকাতার আর জি কর হাসপাতালে এক ট্রেনি ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনা হৃদয়বিদারক। তিনি বলেন, এদেশে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা অত্যন্ত বড় একটা ইস্যু। আর এক্ষেত্রে সত্যিকারের চেষ্টা করা জরুরি। আমি রাজ্য সরকারের কাছে আবেদন করছি, প্রিয়ঙ্কা লিখেছেন, অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। নির্যাতিতার পরিবার ও সহকর্মী ডাক্তারদের ন্যায়বিচার সুনিশ্চিত করার কথাও বলেন প্রিয়ঙ্কা।
कोलकाता के आरजी कर मेडिकल कॉलेज में ट्रेनी डॉक्टर के साथ दुष्कर्म और हत्या की घटना दिल दहलाने वाली है।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 12, 2024
कार्यस्थल पर महिलाओं की सुरक्षा देश में बहुत बड़ा मुद्दा है और इसके लिए ठोस प्रयास की जरूरत है।
मेरी राज्य सरकार से अपील है कि इस मामले में त्वरित और सख्त से सख्त कार्रवाई…
অন্যদিকে, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজধর্ম পালন নিয়ে নিশানা করে বিজেপি। সোমবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার রাজ্য বাংলায় কী চলছে? এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করা হল। এবার ওখানে স্বচ্ছ তদন্ত হবে কি, প্রশ্ন তোলেন বিহারের পাটনা সাহিব লোকসভা কেন্দ্রের সাংসদ রবিশঙ্কর প্রসাদ।
তাঁর দাবি, আমার কাছে সব তথ্য আছে। ওখানে যে কমিটি গড়ে তোলা হয়েছে তাতে মনোবিদও রয়েছেন। ওখানকার ডাক্তাররা বলছেন, উনি রাতে আরাম করতে উপরে কেন গিয়েছিলেন? তিনি বলেন, রাত ২টো সময় যদি কারও শিফট শেষ হয়, তাহলে তিনি আরাম করতে যাবেন না তো কী করবেন? আমাদের অভিযোগ, ওই কমিটিতে তৃণমূলের কিছু সদস্যকেও রেখে দেওয়া হয়েছে। একজনকে পাকড়াও করে খাড়া করে দেওয়া হয়েছে। যার সম্পর্কে এখন নানান রকম কথা লেখা হচ্ছে। চারটি বিয়ে, তিনটি বিবাহ বিচ্ছেদ হয়েছে। এর মানে কী?
তাঁর অভিযোগ, বিষয়টি নিয়ে তেমনভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু এই ঘটনা এতটাই গুরুতর যে, দেশের ডাক্তাররা আজ এই ইস্যুতে কর্মবিরতি করছেন। আর বাংলায় তো সমস্ত মহিলা ডাক্তার ও অন্যরা আজ রাস্তায় নেমেছেন। প্রসাদ এরপর মমতাকে সরাসরি আক্রমণ করে বলেন, আপনার রাজ্যে বিপক্ষদের সঙ্গে কী করা হয়, তা তো আমাদের জানাই আছে। ভোটে কী হয়, আপনার সঙ্গে তো এ নিয়ে আমার কথাও হয়েছে। এবার ওখানে মেয়ে ডাক্তারদের সঙ্গেও কি অন্যায় হবে!
তিনি জোর দিয়ে বলেন, বাংলায় যা চলছে তা সরকারি মদপুষ্ট আতঙ্কের পরিবেশ সৃষ্টি ছাড়া আর কিছু নয়। মুখ্যমন্ত্রীকে অভিযোগের হাড়িকাঠে চাপিয়ে রবিশঙ্করের অভিযোগ, আপনি এই ঘটনার উপযুক্ত পোস্টমর্টেম করাননি। রিপোর্ট ঠিক করে তৈরি হচ্ছে না। ডাক্তার কিছু বলছে, কিছু লোক সমাজের কথা বলছে। এসব হচ্ছেটা কী! কম করে মৃতকে ন্যায় দেওয়ার চেষ্টা করবেন না আপনি, মমতাকে প্রশ্ন করেন বিজেপি নেতা।
তাঁর দাবি, বিজেপি চায় এই ঘটনার সিবিআই তদন্ত হোক। আমাদের রাজ্য নেতারাও সেই দাবির কথা জানিয়েছেন। মমতাজি আপনি বারবার সিবিআই তদন্ত থেকে পালিয়ে বেড়ান। এবার নৃশংসভাবে নিহত এক ডাক্তারকে অন্তত ন্যায় দিয়ে দিন। এই নৃশংস হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টাকে আমরা তীব্র নিন্দা করছি, বলেন প্রসাদ।
এদিন আর জি করের ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়ান সর্বভারতীয় ডাক্তাররা। এর ফলে দেশের সর্বত্র চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে। সোমবার সংগঠনের ডাকে দেশের বড় বড় শহরে কর্মবিরতি আন্দোলনে শামিল হন তাঁরা। দিল্লির ১০টি সরকারি হাসপাতালে এদিন সকাল থেকে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু হয়।