বুধবার কেরলের ওয়ানাডে মনোনয়ন জমা দিলেন প্রিয়ঙ্কা গান্ধী
শেষ আপডেট: 23rd October 2024 13:22
দ্য ওয়াল ব্যুরো: কেরলের ওয়ানাডের লোকসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন প্রিয়ঙ্কা গান্ধী। বুধবারই দাদা ও এই কেন্দ্রের প্রাক্তন বিজয়ী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে এক বিশাল রোড শোয়ে অংশ নেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরা এবং এক সন্তান ও আমেঠির সাংসদ কিশোরীলাল শর্মা তাঁদের গাড়িতেই ছিলেন।
ভোট-রাজনীতিতে অভিষেক হতে চলা মেয়ের মনোনয়নে তাঁর পাশেই ছিলেন দলের প্রাক্তন সভানেত্রী তথা সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এই লোকসভা উপনির্বাচনে প্রিয়ঙ্কার বিরুদ্ধে প্রার্থী রয়েছেন বিজেপির নব্যা হরিদাস এবং সিপিআইয়ের সত্যন মোকেরি। কোঝিকোড় জেলার নাড়াপুরম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক হলেন মোকেরি এবং কোঝিকোড় পুরসভার দুবারের কাউন্সিলার তরুণী প্রার্থী হরিদাস রাজ্য বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক।
প্রিয়ঙ্কা প্রসঙ্গে বিজেপি প্রার্থী নব্যা বলেন, কংগ্রেস নেতাদের উৎসাহ কেবলমাত্র আজকের দিনটির জন্য। শুধু তাই নয়, মনোনয়ন জমা দিয়ে বক্তব্য জানিয়ে উনি তো ফের দিল্লি ফিরে যাবেন। ওয়ানাড নিয়ে ভাবার এবং প্রচার করার জন্য উনি মাত্র দিন সাতেক সময় পাবেন। আর আমি এখানেই পাঁচ বছর থাকব। আর আমরা তিনদিন আগেই রোড শো করে প্রচার শুরু করে দিয়েছি। এখন বাড়ি বাড়ি প্রচার করছি। বৃহস্পতিবার আমি মনোনয়ন জমা দেব।