শেষ আপডেট: 2nd October 2024 19:16
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানা ভোটে অলিম্পিয়ান ভিনেশ ফোগটের নেতৃত্বে কংগ্রেসের বিজেপি বিরোধী পাঙ্গায় নীরজ চোপড়ার বর্শা ফলক নিয়ে খেতাবি লড়াইয়ে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণ, কুকথা-নিন্দা-সমালোচনার চেনা রাস্তা ছেড়ে রাহুল-প্রিয়ঙ্কা গান্ধীর তুরুপের তাস জুলানা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগট। তাঁকে টেক্কা দিতে শেষমেশ অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়ার মায়ের হাতে রান্না করা চুরমা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ মোদীর সেয়ানে সেয়ানে কোলাকুলির চেষ্টা।
বুধবার হরিয়ানার জুলানা কেন্দ্রে কুস্তিগির ভিনেশ ফোগটের হয়ে ভোটপ্রচারে আসেন প্রিয়ঙ্কা গান্ধী। জনসভার ভাষণে ফোগট এবং হরিয়ানার মেয়েদের সাহস, লড়াইয়ের ক্ষমতা এবং অদম্য মনোভাব তুলে ধরে আবেগের রাজনীতি করেন কংগ্রেস নেত্রী। কৃষিপ্রধান হরিয়ানায় কৃষি আইন, জাঠ বীরদের রাজ্যে অগ্নিপথ প্রকল্প এবং বেকারি নিয়ে বহু কথা বলেন। ভিনেশের প্রশংসায় বলেন, এই সেই মেয়ে একদিন যে ভেঙে পড়েছিল। কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে এবং অলিম্পিকে খেলেছে। জাপানের সোনাজয়ীকে হারিয়ে দিয়েছিল ভিনেশ। ভারতে ফিরে এসে ও আমার সঙ্গে দেখা করে। আমার কাছে পরামর্শ চায় রাজনীতিতে আসা নিয়ে। আমি তাকে বলি, তুমি নিশ্চই রাজনীতিতে এসো, লড়াই করো। নিজের জন্য নয়, হরিয়ানার সব মেয়েদের জন্য।
ভিনেশ তাঁর ভাষণে বলেন, আপনারা সবাই দেখেছেন আমি অলিম্পিকে লড়াই করেছি। প্রিয়ঙ্কা গান্ধীই আমাকে অলিম্পিকে লড়তে অসামান্য ভূমিকা নিয়েছিলেন। আমি ওনাকে বলি কীভাবে ভেঙে পড়েছি এবং দেশ ছেড়ে চলে যেতে চাই। তখন উনিই আমাকে ওনার বাবার মৃত্যুর কথা বলে সাহস জোগান। উনিই আমায় নানান কথা বলে আমার মনে সাহস ও প্রেরণা জোগান। উনিই আমাকে আবার কুস্তি লড়ার জন্য অনুপ্রেরণা জোগান। আমার আজও মনে পড়ে সেইদিনের কথা, যেদিন একটি হতাশায় ভেঙে পড়া মেয়ে ওনার ঘরে ঢুকেছিল, আর বেরিয়ে এসেছিল দুর্গারূপে, বলেন ফোগট।
হরিয়ানা বিধানসভা ভোটের মুখে প্রিয়ঙ্কা ও ভূমিপুত্রী ফোগটের এই যুগলবন্দির সামনে এদিনই রাজ্যের আরেক ভূমিপুত্র নীরজ চোপড়ার মা রত্নগর্ভা সরোজ দেবীর প্রশংসা করে রাজনীতির দাঁড়িপাল্লা সমানে সমানে টান রাখলেন মোদী। তাঁর হাতের চুরমা খেয়ে ব্যাপক খুশি প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন তাঁকে। নীরজই তাঁকে কথা দিয়েছিলেন, তিনি মায়ের হাতের রান্না করা চুরমা এনে খাওয়াবেন। চুরমা খেয়ে মোদী এক চিঠিতে লিখেছেন, সরোজ দেবীর হাতের চুরমা খেয়ে তাঁর মায়ের কথা মনে পড়ে গিয়েছে।
মোদী লিখেছেন, সরোজ দেবী আমি আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নীরজ চোপড়া আমাকে আপনার হাতে রান্না করা চুরমা এনে দিয়েছে। মুখে দেওয়ার পর থেকে আমি আপনাকে চিঠি না লিখে পারছি না। চুরমা খেয়ে আমি স্মৃতিমেদুর হয়ে পড়েছি। আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছে। নবরাত্রি শুরু আগে এ যেন ঐশ্বরিক এক আশীর্বাদ মনে হয়েছে আমার। এইদিনের আগে আপনার মতো আমি সব মায়েদের প্রণাম করি। যাতে তাঁদের আশীর্বাদ এই দেশের বুকে ঝরে পড়ে।