শেষ আপডেট: 31st January 2025 23:43
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে যে ভাষণ দিয়েছেন তা শুনে সনিয়া গান্ধী নাকি তাঁর উদ্দেশে অপমানজনক মন্তব্য করেছেন। এমনই অভিযোগ বিজেপির। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির এক জনসভা থেকে এই ব্যাপারে কটাক্ষ করেছেন সনিয়া গান্ধীকে। তবে স্বাভাবিকভাবে তাঁর কন্যা প্রিয়াঙ্কা পাল্টা বিজেপি শিবিরকেই নিশানা করেছেন। তাঁর দাবি, মায়ের মন্তব্যের ভুল ব্যাখ্যা করছে বিজেপি এবং তা প্রচার করছে সংবাদমাধ্যমের একাংশ।
''দেখে মনে হয়েছে তিনি ঝিমিয়ে পড়েছেন। তাঁর বলতে ইচ্ছা করছিল না। খুবই বোরিং ছিল...''। সনিয়া গান্ধীর এই মন্তব্যকেই হাতিয়ার করেছে বিজেপি। তবে প্রিয়াঙ্কার পাল্টা বক্তব্য, ''আমার মায়ের বয়স ৭৮। রাষ্ট্রপতিও একজন বয়স্ক মহিলা। তাই স্বাভাবিকভাবেই মা যে তাঁকে রাষ্ট্রপতি হিসেবে শুধু নয়, একজন মহিলা হিসেবেও সম্মান করবেন এটা স্পষ্ট। তিনি বলতে চেয়েছিলেন একজন বয়স্ক মানুষ এতক্ষণ ধরে ভাষণ দিচ্ছেন, তিনি ক্লান্ত হয়ে গেছেন। কিন্তু বিজেপি এটাকে অন্য আঙ্গিকে দেখানোর চেষ্টায় রয়েছে।''
প্রিয়াঙ্কার স্পষ্ট কথা, বিজেপিরই বিষয়টি নিয়ে ক্ষমা চাওয়া উচিত কারণ তাঁরাই ব্যাপারটিকে খাদের কিনারায় এনেছে। বয়সের বিচার করলে সনিয়া গান্ধী এবং দ্রৌপদী মুর্মু, দুজনেরই সম্মান পাওয়া উচিত। কিন্তু বিজেপি সনিয়া গান্ধীকে নিশানা করে রেখেছে বলে দাবি মেয়ে প্রিয়াঙ্কার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্তব্যের প্রেক্ষিতেই কংগ্রেসকে কার্যত তুলোধনা করেছেন। তাঁর কথায়, কংগ্রেসের 'রয়্যাল ফ্যামিলি' দেশের ১০ কোটি মানুষকে অপমান করেছে। জেপি নাড্ডাও কটাক্ষ করেছেন সনিয়াকে। তাঁর স্পষ্ট কথা, এই ধরনের মন্তব্যেই বোঝা যায় কংগ্রেস গরিব-বিরোধী, দেশ-বিরোধী। রাষ্ট্রপতি ভবনের তরফেও সনিয়া গান্ধীর মন্তব্যের বিরোধিতা করে নিন্দা করা হয়েছে।
আর মাত্র ৫ দিন পরই দিল্লি বিধানসভা ভোট। তার আগে কংগ্রেস নেত্রীর এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে দলের। এদিকে নয়া হাতিয়ার পেয়েছে বিজেপিও। আম আদমি পার্টির সঙ্গে তো এখন কংগ্রেসের সংঘাত তীব্র। তার ওপর সনিয়া গান্ধীর মন্তব্য যেন কংগ্রেসের কাছেই গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।