শেষ আপডেট: 14th January 2025 17:25
দ্য ওয়াল ব্যুরো: স্কুলে যাওয়ার পরেই ছাত্রীকে জোর করে বাথরুম পরিষ্কার করানোর অভিযোগে বরখাস্ত করা হল এক সরকারি স্কুলের প্রধান শিক্ষিকাকে। তামিলনাড়ুর ধর্মপুরীর পালাক্কোডুর একটি সরকারি স্কুলের এমন ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ছাত্রীটি স্কুলের পোশাক পরে ঝাঁটা হাতে বাথরুম পরিষ্কার করছে। জানা গেছে, স্কুলটিতে প্রথম থেকে ক্লাস এইট পর্যন্ত মোট ১৫০ জন দলিত বাচ্চা লেখাপড়া করে। আর পড়ুয়ারা স্কুলে গেলে তাঁদের ঠিকমতো ক্লাস না নিয়ে এসব কাজ করানো হয় বলে অভিযোগ।
বিষয়টি জানাজানি হতেই অভিভাবকদের অভিযোগ, স্কুলে পাঠালেও বাচ্চাদের প্রায়শই পরিষ্কারের কাজ দেওয়া হয়। যার মধ্যে টয়লেট পরিষ্কার, জল আনা এবং মাঠ ঝাঁট দেওয়া-সহ একাধিক কাজ করাতেন স্কুলের প্রধান শিক্ষিকা।
বিজয়া নামে এক অভিভাবকের অভিযোগ, ‘আমরা আমাদের বাচ্চাদের স্কুলে লেখাপড়া করতে পাঠাই, পরিষ্কার করতে নয়। স্কুল সেরে যখন তারা বাড়িতে আসে, বাড়িতে কিছু করতে বললেই ছাত্রীরা ক্লান্ত হয়ে পড়ে। পরে মেয়ের থেকে জানতে পারি স্কুলে গিয়ে লেখাপড়ার বদলে কাজ করতে করতে এমন অবস্থা হয় তাদের।’
বিষয়টি জানার পরই তিনজন আদিবাসী ছাত্রের বাবা-মা গত সপ্তাহেই স্কুল শিক্ষা দফতরের কাছে অভিযোগ জানান। গত শনিবারই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে স্কুলের বাইরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এরপরই তড়িঘড়ি তাঁকে বরখাস্ত করা হয় বলে খবর।
জেলার প্রধান শিক্ষা আধিকারিক জানান, ‘তদন্তে জানা গেছে প্রধান শিক্ষিকা শিক্ষার্থীদের বিশ্রামাগারে একটি ট্যাঙ্ক ভর্তি করার জন্য জলের কলসি নিয়ে যেতে অনুরোধ করেছিলেন। শিশুদের টয়লেট পরিষ্কার করার কোনও ঘটনা ঘটেনি।’ কিন্তু ভিডিও সামনে আসতেই দেখা যায় বাথরুম পরিষ্কারের কাজ করতে হচ্ছে এক ছাত্রীকে।
এরপর ভিডিও ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে জেলা শিক্ষা অফিসার প্রধান শিক্ষিকাকে বরখাস্ত করেন এবং বিস্তারিত তদন্তের নির্দেশ দেন। আগামীদিনে কোনওদিন যাতে এমন ঘটনার পুনারাবৃত্তি না হয় তার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।