শেষ আপডেট: 10th November 2024 08:33
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষককে শাস্তি দেওয়া তো দূর, বরং ধামাচাপা দিতে উঠেপড়ে লাগলেন স্কুলের প্রিন্সিপাল।
নিগৃহীত নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক, প্রিন্সিপাল ও একজন প্রাক্তন জনপ্রতিনিধিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার কামারেড্ডি জেলায়।
জানা যাচ্ছে, ক্লাসের ভিতরে ছাত্রীকে আটকে রেখে যৌন নিগ্রহ করেন শিক্ষক। শুধু তাই নয়, নাবালিকাকে নানা অশালীন কথাও বলেন বলে অভিযোগ। বাড়ির কেউ যেন এই বিষয়ে জানতে না পারে সে ব্যাপারে হুমকিও দেন তিনি।
স্কুলে শিক্ষকের আচরণে আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা। স্কুলে যেতে ভয় পায়। পরে বাড়ির লোকজন জোরাজুরি করলে গোটা স্কুলের শিক্ষকের কু-কীর্তি সামনে আসে।
এর পরপরই ছাত্রীর মা-বাবা স্কুলে গিয়ে প্রিন্সিপালকে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানালে, তিনি বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য জোর দিতে থাকেন।
অভিযোগ তিনি একজন প্রাক্তন জনপ্রতিনিধিকেও ডেকে আনেন অভিযুক্ত শিক্ষক ও নিগৃহীত নাবালিকার পরিবারের মাঝে মধ্যস্থতা করার জন্য। এরপর পুলিশে গিয়ে পকসো আইনের অধীনে অভিযুক্ত শিক্ষক, প্রিন্সিপাল ও প্রাক্তন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ জানান।
ঘটনায় পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবারের প্রশ্ন, স্কুলেও যদি সন্তানরা সুরক্ষিত না থাকে তাহলে আর কিছু বলার নেই। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তাঁরা।