শেষ আপডেট: 28th November 2024 17:32
দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা-কাশী-মথুরা এবং সম্ভলের পর এবার আজমির শরিফ দরগা নিয়ে বিতর্ক গড়িয়েছে আদালতে। গোঁড়া হিন্দুত্ববাদী সংগঠনগুলির মন্দিরের দাবি নিয়ে জলঘোলা শুরু হয়েছে দুই তরফেই। এমনকী সেই জামায় হাত গলিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব। বুধবার রাজস্থানের নিম্ন আদালত হিন্দুপক্ষের দাবি গ্রহণ করায় বৃহস্পতিবার এনিয়ে মুখ খোলে বিজেপি বিরোধী দলগুলি।
রাজস্থানের আজমিরে অবস্থিত খাজা মইনুদ্দিন চিস্তির কয়েক শতাব্দী প্রাচীন এই দরগায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে নরেন্দ্র মোদী চাদর পাঠিয়েছেন। তাহলে এখন কেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং তাদের লেজুড় বিজেপি এনিয়ে হইচই বাধাচ্ছে? এআইএমআইএম বা মিম নেতা আসাদুদ্দিন ওয়েইসি নিন্দার সুরে বলেন, আরএসএস এবং বিজেপি মিলে দেশের আইনের শাসনকে দুর্বল করে দিচ্ছে।
ওয়েইসির দাবি, এই দরগা ৮০০ বছরের প্রাচীন ঐতিহ্য বয়ে বেড়াচ্ছে। ১৯১১ সালে যখন রানি এলিজাবেথ ভারতে এসেছিলেন তখন ইংরেজ সরকার সেখানে একটি জলঘর গড়ে তোলে। নেহরু থেকে সব প্রধানমন্ত্রী দরগায় চাদর পাঠিয়েছেন। এমনকী প্রধানমন্ত্রী মোদীও চাদর পাঠিয়েছেন সেখানে। তাহলে বিজেপি-আরএসএস মিলে কেন মসজিদ-দরগা নিয়ে মানুষের মনে ঘৃণা ছড়াচ্ছে?
সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদব বিজেপিকে এই ইস্যুতে কাঠগড়ায় তোলেন। অখিলেশ-পত্নী ডিম্পলের অভিযোগ, বিজেপি দেশকে পিছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। চলতি সরকার যুবদের হাতে কাজসহ সাধারণ মানুষের কোনও চিন্তা করছে না। আমরা চাই সম্ভলের ঘটনা নিয়ে লোকসভায় আলোচনা হোক।
কংগ্রেস এমপি ইমরান মাসুদ প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি জানিয়ে বলেন, বিষয়টি দেখুন। এ ধরনের ঘটনা দেশের শান্তি নষ্ট করে দিতে পারে। গোটা দেশে আগুন জ্বালিয়ে দিতে পারে। এসব হচ্ছেটা কী, প্রশ্ন ইমরানের। তিনি আরও বলেন, আপনি আমাদের কেন কোণঠাসা করে দিতে চাইছেন। আমরা কোথায় যাব। দেশ থেকে আমাদের তাড়াতে চান। এর কোনও শেষ আছে না নেই। কংগ্রেস নেতা সতর্ক করে দিয়ে বলেন, যব আগ লাগতি হ্যায় তো সবকি ঘর লাগতি হ্যায়।