প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ
শেষ আপডেট: 28th October 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের ভদোদরায় টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ। মোদী এবং পেদ্রো এক সঙ্গেই টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করেন।
এদিন উদ্বোধনে প্রয়াত শিল্পপতি রতন টাটার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, 'এই প্রোজেক্ট রতন টাটার মস্তিষ্কপ্রসূত। উনি ক'দিন হল মারা গেছেন। আজ তিনি আমাদের মধ্যে থাকলে খুশি হতেন। কিন্তু তিনি যেখানেই থাকুন নিশ্চয়ই খুশি হবেন।'
চুক্তি অনুযায়ী, স্পেনের নির্মাতা সংস্থার থেকে ১৬টি বিমান ‘উড়ানের উপযুক্ত অবস্থায়’ ভারতীয় বায়ুসেনার জন্য আমদানি করা হয়। বাকি ৪০টি ওই সংস্থা এবং টাটা গোষ্ঠীর সহযোগিতায় ভারতেই তৈরি হচ্ছে। কয়েক বছর আগেই ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথ ভাবে ওই বিমান নির্মাণ শুরু করেছে এয়ারবাস।
মাঝারি শক্তির ওই পরিবহণ বিমান ছোট রানওয়েতে ওঠানামা করতে পারে। ফলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা লাগোয়া অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডগুলি ব্যবহার করতে পারবে সি-২৯৫।
#WATCH | Gujarat: Prime Minister Narendra Modi and President of the Government of Spain, Pedro Sanchez, jointly inaugurated the TATA Aircraft Complex for manufacturing C-295 aircraft at TATA advanced systems limited (TASL) Campus in Vadodara
— ANI (@ANI) October 28, 2024
A total of 56 aircraft are there… pic.twitter.com/4jc2YTx2EC
টাটা ছাড়াও, প্রধান প্রতিরক্ষা পাবলিক সেক্টর ইউনিট যেমন, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ভারত ডায়নামিক্স লিমিটেড এবং বেসরকারি ক্ষুদ্র, ছোট এবং মাঝারি সংস্থা এই প্রকল্পে যুক্ত থেকেছে।
২০২২ সালে সেপ্টেম্বরে স্পেনের বিমান নির্মাতা সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’ ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এবং স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েকের উপস্থিতিতে সেভিল এয়ারফিল্ডে আনুষ্ঠানিক ভাবে প্রথম সি-২৯৫ বিমানটি বায়ুসেনার হাতে তুলে দিয়েছিল।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহণ বিমান সি-২৯৫ হাতে আসায় লাদাখ, সিকিম কিংবা অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-র দুর্গম ঘাঁটিগুলিতে সহজে অস্ত্র এবং রসদ পৌঁছে দিতে পারবে ভারতীয় বায়ুসেনা। চিনা ফৌজের আগ্রাসনের আশঙ্কা দেখা দিলেই অগ্রবর্তী সেনাঘাঁটিগুলিতে দ্রুত পৌঁছে দিতে পারবে বাড়তি বাহিনী। সেই সঙ্গে সুবিধা হবে আহত বা অসুস্থ সেনাদের ফিরিয়ে আনা এমনকী, প্রয়োজনে এই বিমান নজরদারির কাজেও ব্যবহার করা যায়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ এবং তাঁর স্ত্রী বেগোনা গোমেজ ভারত সফরে এসেছেন। এটি প্রেসিডেন্ট সানচেজের প্রথম ভারত সফর এবং ১৮ বছরে কোনও স্পেনীয় প্রেসিডেন্টের প্রথম সফর।