শেষ আপডেট: 31st January 2025 11:07
দ্য ওয়াল ব্যুরো: নাম না করে কংগ্রেস সহ বিরোধী জোটকে খোঁচা দিয়ে সংসদের বাজেট অধিবেশনের প্রাক্কালে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি সংসদের বাইরে প্রথামতো ভাষণে মোদী বলেন, গত ১০ বছরের মধ্যে এই প্রথম সংসদের অধিবেশনের আগে কোনও বিদেশি আগুনের স্ফূলিঙ্গ আগুন জ্বালাতে পারেনি। তিনি বলেন, ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে অধিবেশনের একদিন বা দুদিন আগে বিদেশি আগুনের ফুলকি নেমে আসে। এবারেই তা হয়নি। বিদেশ থেকে এদেশে আগুন জ্বালানোর কোনও চেষ্টা হয়নি। ২০১৪ সাল থেকে দেখে আসছি, কিছু লোক সভায় বসেই গন্ডগোল পাকাতে। কিন্তু, এটাই প্রথমবার যেবার সেটা হতে পারছে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, বেশ কিছু ঐতিহাসিক বিল এই বাজেট অধিবেশনে আলোচনায় উঠে আসবে। আমরা নারী সশক্তিকরণের গৌরব অর্জন করতে চলেছি। আজকের দিনে যারা যুবসমাজ তাদের বয়স যখন ৪৫-৫০ বছর হবে, সেদিন তারা উন্নত ভারতের সুফল ভোগ করতে পারবে। তাঁর কথায়, দেশ আমাকে তৃতীয়বার দায়িত্ব তুলে দিয়েছে। আমি আত্মবিশ্বাসী যে, এই বাজেট এক নতুন বিশ্বাস গড়ে তুলবে যার উপর ভর করে দেশ ২০৪৭ সালে স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করতে চলেছে।
সাংবাদিকদের সামনে মোদী বলেন, আমি মহালক্ষ্মীকে অবনত মস্তকে প্রণাম করি। আমরা যুগ যুগ ধরে লক্ষ্মীর পুজো করি এরকম কয়েকটি দিনের জন্যই। লক্ষ্মীদেবী আমাদের সাফল্য ও আকাঙ্ক্ষা পূরণ করেন। তিনিই সমৃদ্ধি প্রদান করেন। আমি লক্ষ্মীদেবীর কাছে দেশের সমস্ত গরিব ও মধ্যবিত্ত শ্রেণির হয়ে প্রার্থনা করছি যেন তাঁরা ভগবান লক্ষ্মীদেবী কৃপা ও আশীর্বাদ ধন্য হতে পারেন।