শেষ আপডেট: 18th March 2025 08:47
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Indian PM Narendra Modi) সঙ্গে বৈঠক করলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড (Director, US intelligence Tulsi Gabbard) । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) এই শীর্ষ গোয়েন্দা আধিকারিক বর্তমানে দিল্লিতে (New Delhi) । প্রধানমন্ত্রী মোদী ও তুলসীর দেড়মাসের মধ্যে দ্বিতীয়বার দেখা হল। গত মাসে মোদীর আমেরিকা সফরে তুলসীর সঙ্গেই প্রথম বৈঠক হয়েছিল।
দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Sing), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jayshankar)এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (India’s security Advisor Ajit Doval) সঙ্গেও বৈঠক করেন তুলসী। মূলত আঞ্চলিক নিরাপত্তা (regional security) নিশ্চিত করা, ইসলামিক জঙ্গিবাদ (Islamic terrorism) ও সাইবার হামলার (cyber-attacks) বিরুদ্ধে যৌথ লড়াইয়ের খুঁটিনাটি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে দীর্ঘ সময় ধরে আলোচনা হয় বাংলাদেশ নিয়ে। বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদের উত্থান এবং সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনা নিয়ে ভারতের উদ্বেগ সম্পর্কে তুলসীকে অবহিত করেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনাতেও আসে সাইবার নিরাপত্তা এবং বাংলাদেশ ও পাকিস্তান প্রসঙ্গ। বৈঠক শুরুর আগে দু’জনে উপহার বিনিময় করেন। মার্কিন নারী গোয়েন্দা প্রধান তুলসী হিন্দু ধর্মাবলম্বী। তিনি ইসকনের অনুগামী। প্রধানমন্ত্রী মোদী তাঁকে মহাকুম্ভের জল (Kumbh water) ভরা কলস উপহার দেন। প্রধানমন্ত্রী মোদীর জন্য তুলসীর উপহারটিও ছিল চমকপ্রদ। মার্কিন গোয়েন্দা প্রধান ভারতের প্রধানমন্ত্রীকে একটি তুলসীর মালা উপহার দেন। বলেন, তুলসীর তরফে আপনার জন্য তুলসীর মালা।
শুধু তুলসী নন তাঁর গোটা পরিবার হিন্দু (Hindu) ধর্ম গ্রহণ করেছে। হিন্দু উপচার মেনে চলে তাঁদের পরিবার। এমনকী ধর্মীয় পরিচয়ের সুত্র ধরেই তাঁর নামন তুলসী রাখা হয়েছিল। বিভিন্ন সময় তুলসী বলেছেন, গীতার (Geeta) বাণী তাঁর চালিকা শক্তি।