শেষ আপডেট: 5th January 2025 08:31
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা নির্বাচনের আগে রাজধানীর বাসিন্দাদের জন্য একগুচ্ছ উন্নয়ন প্রকল্প নিয়ে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে তিনি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর সফরের প্রথম কর্মসূচি হবে অশোক বিহারে জেজে ক্লাস্টারের বাসিন্দাদের জন্য নতুন নির্মান করা প্রায় ১,৭০০টি ফ্ল্যাটের উদ্বোধন।
দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের (ডিডিএ) এই প্রকল্পের আওতায় পুনর্বাসিত সুবিধাভোগীদের হাতে চাবি তুলে দেবেন তিনি। ডিডিএ-র দ্বিতীয় সফল বস্তি পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে এই ফ্ল্যাটগুলো জেজে ক্লাস্টারের বাসিন্দাদের ভাল জীবনযাত্রার সুযোগ দেবে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এরপর প্রধানমন্ত্রী দু'টি বড় শহুরে পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন। নওরোজি নগরের পুরনো কোয়ার্টার ভেঙে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। প্রায় ৩৪ লক্ষ বর্গফুটের এই প্রিমিয়াম বাণিজ্যিক ভবনটিতে রয়েছে উন্নত সুযোগ-সুবিধা, সৌর শক্তি উৎপাদন এবং বৃষ্টির জল সংরক্ষণের মতো আধুনিক ব্যবস্থা।
প্রকল্পগুলি শুধুমাত্র দিল্লির শহুরে কাঠামোর উন্নতি করবে না, পাশাপাশি রাজধানীর বাসিন্দাদের জন্য একটি আরও টেকসই ও আধুনিক জীবনধারার ভিত্তি স্থাপন করবে। মোদী বলেন, 'গত ১০ বছরে ৪ কোটি মানুষের পাকা বাড়ির স্বপ্ন পূরণ হয়েছে এবং ভবিষ্যতে যাঁদের মাথার ওপর ছাদ নেই, তাঁদেরও উপযুক্ত বাসস্থান দেওয়া হবে।'
দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, রাজধানীতে প্রায় ৩ হাজার নতুন বাড়ি নির্মাণ করা হবে। দিল্লির উন্নয়নের প্রসঙ্গে, প্রধানমন্ত্রী নারেলা সাব-সিটি প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, 'দেশের উন্নয়নে নগর ও শহরগুলির ভূমিকা অপরিসীম। শুধুমাত্র আবাসন নয়, প্রতিটি নাগরিকের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবাও নিশ্চিত করা হবে। গত ১০ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ১ কোটি বাড়ি নির্মিত হয়েছে এবং মধ্যবিত্তদের জন্য গৃহ ঋণের সুদে ভর্তুকি দেওয়া হচ্ছে।'
প্রধানমন্ত্রী আরও বলেন, 'সরকারের লক্ষ্য হল, সমস্ত পরিবারের শিশুদের উন্নত শিক্ষা প্রদান করা, বিশেষ করে অনগ্রসর গোষ্ঠীদের। জাতীয় শিক্ষা নীতি মাতৃভাষায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।' শিক্ষা ব্যবস্থার উন্নয়নে, প্রধানমন্ত্রী একটি নতুন সিবিএসই ভবন নির্মাণের ঘোষণা করেছেন।
দিল্লি সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, 'কিছু মানুষ আন্না হাজারের ভাবমূর্তিকে ব্যবহার করে দিল্লি শহরটিকে দুর্নীতির আখড়া বানাতে চাইছেন।' তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে জাতীয় রাজধানীর মানুষের কল্যাণে কাজ করার কথা জানান।