Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নিউটাউনে পিয়ারলেসের নতুন প্রকল্প ‘ত্রয়ম’, এক ছাদের নীচে আবাসন, বাণিজ্যিক অফিস, শপিং সবকিছুপাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেইবিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ করল ইজরায়েল! ইরান-সংঘাতের মাঝে মোদীকে ফোন নেতানিয়াহুর কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রেরকলকাতার এই শোরুমে পাওয়া যায় কাশ্মীরের ইউনিক সব শাড়িঅভিজিতের মুচমুচে চিকেন রোল, পুরোটাই ডিপ ফ্রায়েডআন্দুলের জমিদারের বাগানবাড়িতে গড়ে ওঠা হাসপাতালের একী দশা!
LPG Price Cut

মাসের শুরুতে স্বস্তির খবর, কমল গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতায় কত হল

দেশের চারটি মেট্রো শহরেই বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে।

মাসের শুরুতে স্বস্তির খবর, কমল গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতায় কত হল

বাণিজ্যিক গ্যাসের দাম কমল

শেষ আপডেট: 1 May 2024 11:22

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন চলাকালীন মাসের শুরুতে আমজনতার জন্য সুখবর। কমল বাণিজ্যিক গ্যাসের দাম। ভোট ঘোষণার আগেই দাম বাড়ানোর ঘোষণা করেছিল দেশের তেল সংস্থাগুলি। 

দেশের চারটি মেট্রো শহরেই বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমেছে বলে খবর। দেশ জুড়ে বুধবার থেকেই নতুন দাম লাগু হচ্ছে। কলকাতা, চেন্নাই ও মুম্বই তিন শহরেই দাম কমেছে।

দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৭৪৫.৫০ টাকা। দাম কমায় নতুন মূল্য দাঁড়াল ১৭৬৪.৫০ টাকা। একইভাবে মুম্বইয়েও সিলিন্ডার পিছু মূল্য ১৯ টাকা কমে ১৭১৭.৫০ টাকা থেকে হল ১৬৯৮.৫০ টাকা। অন্যদিকে, কলকাতায় দাম কমেছে ২০ টাকা। এখানে ১৯ কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১৮৫৯ টাকা। আর দক্ষিণী শহর চেন্নাইয়ে ১৯ টাকা দাম কমে হয়েছে ১৯১১ টাকা। আগে যা ছিল ১৯১১ টাকা।

গত মাসেই দেশের বিভিন্ন শহরে আলাদা-আলাদা ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল। এর মধ্যে কলকাতায় বাড়ে ২৫ টাকা। হোটেল-রেস্তোরাঁ ও ক‌্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ‌্যাস ব‌্যবহার হয়। মূল‌্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ‌্যাসের দাম কিছুটা কমায় নিঃসন্দেহে স্বস্তি এনেছে।

বাড়ির রান্নার গ্যাসের দাম অবশ্য অপরিবর্তিত রাখা হয়েছে।  ১৪.২ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দামে কোনো বদল করা হয়নি।


ভিডিও স্টোরি