শেষ আপডেট: 23rd October 2024 15:04
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় ‘দানা’ আছড়ে পড়ার আগেই অগ্নিমূল্য ওড়িশার বাজারদর। আলু, পেঁয়াজ হোক বা অনান্য সব্জি; সবকিছুর দাম আকাশ ছুঁয়েছে বলে খবর। রবিবার পর্যন্ত এক কেজির দাম যেখানে ২০ টাকা ছিল সেখানে দানা আসার খবর পেয়েই ৫০ টাকা কেজি দরে বিকোচ্ছে আলু। পাশাপাশি পেঁয়াজের দামও মাত্রা ছাড়িয়েছে বলে খবর।
এমন খবর চাউর হতেই মোহন চরণ মাঝির রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে ভিড় জমাতে শুরু করেছেন মানুষ। ঘূর্ণিঝড়ের আগে কম দামে বাজার থেকে আলু, পেঁয়াজ ও সব্জির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরতে মরিয়া ওড়িশাবাসী।
ভুবনেশ্বর, কটক-সহ একাধিক জায়গায় সব্জির দাম ইতিমধ্যে আকাশছোঁয়া। ব্যবসায়ীরা জানাচ্ছেন, আলু, পেঁয়াজ হোক বা যে কোনও সব্জি কোনও কিছুতে হাত ছোঁয়াতে গেলেই রীতিমতো ছ্যাঁকা লাগার জোগাড়। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সোমবার থেকেই আলুর দাম ৫০ ও পেঁয়াজ ৪০-এর পরিবর্তে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
পাশাপাশি দাম বেড়েছে টমেটো, বেগুন, ঢেঁড়স, বিনস-সহ সমস্ত সব্জির। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিটি সব্জির দাম প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা বাড়ানো হয়েছে। টমেটোর দাম ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ১০০ টাকায়।
বাজারের আকাশ ছোঁয়া দামে মাথায় হাত পড়েছে স্থানীয়দের। তাঁদের মতে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় একলাফে অনেকটাই টাকা দাম বাড়িয়ে দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের। আগামী দিনে পরিস্থিতি খারাপের আশঙ্কা করে তাই আগেভাগেই ব্যাগ হাতে বাজারে ভিড় জমাচ্ছেন মানুষ।
ব্যবসায়ীরা জানিয়েছেন, এর সঙ্গে দুর্যোগের কোনও সম্পর্ক নেই। রাজ্যে আলু, পেঁয়াজ-সহ অনান্য সব্জির গাড়ি কম আসার কারণেই বেড়েছে দাম। সোমবারই ঘূর্ণিঝড় মোকাবিলায় বৈঠকে বসেছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। তিনি পরিষ্কার জানিয়ছেন, যে সব ব্যবসায়ীরা কালোবাজারি করবেন তাঁদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়া হবে।
ওড়িশার খাদ্য সরবরাহ এবং গ্রাহক কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, কেউ আতঙ্কিত হবেন না। রাজ্যে যথেষ্ট পরিমাণ সব্জি মজুত রয়েছে। তাই ভয় পাওয়ার কোনও কারণ নেই। 'দানা'র ল্যান্ডফল হওয়ার কথা পুরী ও সাগরদ্বীপের মাঝে। ক্ষয়ক্ষতি আটকাতে বাংলার প্রশাসনের পাশাপাশি কড়া ব্যবস্থা নিয়েছে ওড়িশা সরকারও। ইতিমধ্যে প্রায় ৩০০-র কাছাকাছি উদ্ধারকারী দল তৈরি করা হয়েছে বলে খবর। বাংলা, ওড়িশা ছাড়াও তামিলনাড়ুর জন্য সতর্কতা জারি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে পারাদ্বীপ থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ও সাগরদ্বীপ থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে 'দানা'। বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে এটি। ল্যান্ডফল হওয়ার সময়ে তার গতিবেগ থাকতে পারে ১১০-১৩০ কিলোমিটার প্রতিঘণ্টা।