শেষ আপডেট: 1st February 2025 08:24
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে সামান্য কমল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম।
তবে এই দাম কমার সঙ্গে বাজেটের কোনও সম্পর্ক নেই। কারণ, প্রতিমাসের শুরুতেই নতুন দাম নির্ধারণ করা হয়ে থাকে। দাম কমার দিক থেকে সবচেয়ে লাভবান হবেন রাজধানী দিল্লির বাসিন্দারা।
ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত তালিকা অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১,৭৪৯.৫০ টাকা। জানুয়ারিতে এটা ১,৭৫৬ টাকা ছিল। একইভাবে চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯৬৬ টাকা থেকে কমে ১,৯৫৯.৫০ টাকা হয়েছে।
জানুয়ারিতে কলকাতায় ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯১১ টাকা। ফেব্রুয়ারি থেকে দাম কমে হল ১,৯০৭ টাকা। দিল্লিতে ১,৮০৪ টাকা থেকে কমে ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১,৭৯৭ টাকা। এই ১৯ কেজির গ্যাস সিলিন্ডার মূলত বাণিজ্যিক কারণে ব্যবহার করা হয়। তবে ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে।
ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত তালিকা অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে দেশের প্রধান চারটি মেট্রো শহর দিল্লি, কলকাতা, মুম্বই এবং চেন্নাইয়ে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হল যথাক্রমে ৮০৩ টাকা, ৮২৯ টাকা, ৮০২.৫ টাকা এবং ৮১৮.৫ টাকা। তবে যাঁরা ভর্তুকি পান, তাঁরা কম দামেই গ্যাস সিলিন্ডার পাবেন।