পি চিদম্বরম।
শেষ আপডেট: 14th September 2024 00:34
দ্য ওয়াল ব্যুরো: অন্য রাজ্যের রাজধানী শহরগুলির চেয়ে কলকাতায় তুলনামূলকভাবে অনেক সস্তায় খাবার পাওয়া যায়। মানুষের এমন প্রচলিত ধারনায় বড়সড় ধাক্কা দিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সদস্য পি চিদম্বরম। কটাক্ষের সুরে এও লিখলেন, 'তামিলনাড়ুর তুলনায় পশ্চিমবঙ্গে মুদ্রাস্ফীতি বেশি'!
ঘটনার সূত্রপাত, নিজের সফরের মধ্য়ে শুক্রবার কলকাতা বিমানবন্দরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল বর্ষীয়ান এই রাজনীতিককে। সফরের ক্ষেত্রে এমন সময়ে মানুষ সাধারণত চা বা এই জাতীয় কিছু খাবার খেয়ে থাকেন। চিদম্বরমও এয়ারপোর্টে একটি রেস্তোরাঁয় এক কাপ লিকার চায়ের অর্ডার দিয়েছিলেন।
সেই চায়ের বিল মেটাতে যে টাকা দিতে হয়েছে তা নিয়েই টুইট করেছেন অতীতে দেশের একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলানো চিদম্বরম।
পোস্টে রসিকতার সুরে তিনি লিখেছেন, "আমি এইমাত্র আবিষ্কার করেছি যে কলকাতা বিমানবন্দরে গরম জল এবং একটি টি ব্যাগের তৈরি চায়ের দাম ৩৪০ টাকা!"
I just discovered that Tea made of Hot Water and a Tea Bag costs Rs 340 in Kolkata airport
— P. Chidambaram (@PChidambaram_IN) September 13, 2024
The restaurant is 'The Coffee Bean and Tea Leaf'
A couple of years ago I found that
'hot water and tea bag' cost Rs 80 in Chennai airport, and I tweeted about it. AAI took note and took…
অতীতে বেশ কয়েক বছর আগে চেন্নাই বিমানবন্দরেও তিনি এমন একটি ঘটনার মুখোমুখি হয়েছিলেন জানিয়ে পোস্টে লিখেছেন, 'ওখানে গরম জল এবং চা ব্যাগের' দাম বাবদ ৮০ টাকা নেওয়া হয়েছিল। এ ব্যাপারে টুইট করার পর কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছিল।' এরপরই তামিলনাড়ুর তুলনায় পশ্চিমবঙ্গে 'মুদ্রাস্ফীতি বেশি' বলে কটাক্ষ করেছেন তিনি।
শুক্রবার সন্ধে ৬টা নাগাদ পোস্টটি করেছেন চিদম্বরম। ইতিমধ্যে তা ভাইরাল। রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ১৯ হাজার মানুষ পোস্টটি দেখেছেন। উপচে পড়ছে কমেন্ট বক্স। 'সস্তার কলকাতা' নিয়ে কটাক্ষ করার জন্য অনেকে কড়া কমেন্টও করেছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রীকে।
চিদম্বরমের উদ্দেশে এক নেট নাগরিক লিখেছেন, "ইউপিএ যখন ক্ষমতায় ছিল তখন কি দাম ২৫০ টাকা ছিল না? আপনি যদি একটি পাত্রে ফুলকপির চাষ করতে পারেন এবং কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন, বিমানবন্দরের বিক্রেতাদেরও বাড়তি অর্থ উপার্জন করতে দিন।'
আর এক নেট নাগরিক লিখেছেন, 'আপনার স্ট্যাটাসের সাথে আপনার লাউঞ্জে অ্যাক্সেস থাকা উচিত, সেখানে সবকিছু বিনামূল্যে। পশ্চিমবঙ্গের লোকেরা নগদ-সমৃদ্ধ তারা মুদ্রাস্ফীতি নিয়ে মাথা ঘামায় না!'