সংগৃহীত ছবি
শেষ আপডেট: 10 February 2025 04:51
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে আপাতত রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রবিবার পদত্যাগ করলেও তাঁর উত্তরসুরি নির্বাচন করে উঠতে পারেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
বিধানসভার স্পিকার এবং নগরোন্নয়ন মন্ত্রীর নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে আলোচনায় থাকলেও জাতিদাঙ্গায় বিধ্বস্ত রাজ্যটিতে নেতা বাছতে তাড়াহুড়ো করতে চান না বিজেপির শীর্ষ নেতৃত্ব।
আগের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরুর কথা ছিল। রবিবার গভীর রাতে রাজ্যপাল অজয় ভাল্লা অধিবেশন স্থগিত করে দিয়েছেন। রাষ্ট্রপতি শাসনের বিষয়ে কেন্দ্র এখন রাজ্যপালের রিপোর্টের অপেক্ষায় আছে।
মনে করা হচ্ছে, রাষ্ট্রপতি শাসন জারি করে নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ে ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। বীরেন বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করলেও কেন্দ্র সেই পথে নাও এগতে পারে।
মণিপুরে জাতি দাঙ্গা শুরুর ৬৪৯ দিনের মাথায় রবিবার পদত্যাগ করেন বীরেন। দলের বিধায়কদের আস্থা হারানোয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তাঁকে দিল্লি ডেকে পদত্যাগের নির্দেশ দেন।