শেষ আপডেট: 10th February 2025 11:40
দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার প্রায় সপ্তাহখানেক পর প্রয়াগরাজ গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারলেন তিনি। সোমবার ভোরেই ত্রিবেণী সঙ্গমে পৌঁছন রাষ্ট্রপতি। স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে ছিলেন একাধিক নিরাপত্তারক্ষী। তাঁদের বেষ্টনীতেই গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সংযোগস্থলে ডুব দেন দ্রৌপদী মুর্মু।
রবিবার রাতে প্রয়াগরাজ পৌঁছেছিলেন রাষ্ট্রপতি। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে আসেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপর তাঁরাই তাঁকে ত্রিবেণী সঙ্গম নিয়ে যান। পুণ্যস্নান ছাড়াও স্থানীয় হনুমান মন্দির পরিদর্শনে যান। গত ৫ ফেব্রুয়ারি ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রয়াগরাজে পৌঁছানোর পর থেকে তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যদিও স্নানের সময় একাই দেখা যায় মোদীকে।
বিগত কয়েক দিনে মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটে গেছে। অগ্নিকাণ্ড থেকে শুরু করে পদপিষ্টের ঘটনায় একাধিকজনের মৃত্যু হয়েছে। তারপর থেকেই কুম্ভে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ভিভিআইপি পাস বাতিল থেকে শুরু করে গাড়িতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতির প্রয়াগরাজ পরিদর্শন নিয়ে যথেষ্ট তৎপর ছিল উত্তরপ্রদেশ প্রশাসন।
প্রধানমন্ত্রীর প্রয়াগরাজ আসার দিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণ এবং প্রধানমন্ত্রীর স্নানের খুঁটিনাটি নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। নিরাপত্তায় যাতে কোনও রকম ফাঁকফোকর না থাকে তা নিশ্চিত করেন। যদিও দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন প্রধানমন্ত্রীর মহাকুম্ভে স্নান করার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক তরজা হয়।
আম আদমি পার্টি এবং কংগ্রেস অভিযোগ করেছিল প্রধানমন্ত্রী রাজধানীর ভোটারদের প্রভাবিত করতেই কুম্ভস্নানের জন্য ওই দিনটাকেই বেছে নিয়েছেন। পরিকল্পনা করেই তিনি মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা এবং বসন্ত পঞ্চমীর মতো আগের তিনটি শাহি স্নানের দিন প্রয়াগরাজে যাননি। যদিও বিজেপির দাবি, সাধারণ পুণ্যার্থীদের সমস্যা হতে পারে বলেই প্রধানমন্ত্রী বাড়তি ভিড়ের দিনগুলি স্নানের জন্য বেছে নেননি।