শেষ আপডেট: 31st March 2024 13:40
দ্য ওয়াল ব্যুরো: লালকৃষ্ণ আডবাণীকে বাড়িতে গিয়ে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান 'ভারতরত্ন' প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইড়ু-সহ আরও অনেকে। সকলের করতালির মাঝে ভারতরত্ন সম্মান গ্রহণ করেন বর্ষীয়ান বিজেপি নেতা। পাশে বসে হাত মিলিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
শনিবার রাষ্ট্রপতি ভবনে ভারতরত্ন পুরস্কার বিতরণের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। কিন্তু বার্ধক্যজনিত কারণে পুরস্কার নিতে সেখানে উপস্থিত হতে পারেনি বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী। তাই রবিবার আডবাণীর দিল্লির বাসভবনে পৌঁছে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতরত্নের সম্মান তুলে দেন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীর হাতে।
অটল বিহারী বাজপেয়ীর পর লালকৃষ্ণ আডবাণীকেও ‘ভারতরত্ন’ সম্মান দিলেন নরেন্দ্র মোদী। গত ৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নিজেই এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। আডবাণী ১৯৯১-এ লোকসভার সদস্য হওয়ার আগে টানা তিনবার রাজ্যসভার সাংসদ ছিলেন। প্রথমবার লোকসভার সদস্য হন দিল্লি থেকে। তারপর ১৯৯৮ থেকে ২০১৯ পর্যন্ত টানা পাঁচবার ছিলেন গুজরাতের রাজধানী গান্ধী নগরের সাংসদ।
#WATCH | President Droupadi Murmu confers Bharat Ratna upon veteran BJP leader LK Advani at the latter's residence in Delhi.
— ANI (@ANI) March 31, 2024
Prime Minister Narendra Modi, Vice President Jagdeep Dhankhar, former Vice President M. Venkaiah Naidu are also present on this occasion. pic.twitter.com/eYSPoTNSPL
১৯৯০-এ আডবাণী তাঁর রামরথ যাত্রায় ছায়াসঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন নরেন্দ্র মোদীকেই। গুজরাতের সোমনাথ মন্দির চত্ত্বর থেকে অযোধ্যা অভিমুখে রওনা হওয়া সেই রথকে বিহারে লালুপ্রসাদ যাদবের পুলিশ আটক করার মুহূর্তে আডবাণীর পাশে পাশে ছিলেন মোদী। ক্রমে মোদী ও আডবাণীর গুরু-শিষ্য সম্পর্ক সঙ্ঘ পরিবার ও বিজেপি’তে আলোচনার বিষয় হয়ে ওঠে।
অন্যদিকে, শনিবার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিং, পি ভি নরসিমা রাও, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর, কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথনকে মরণোত্তর 'ভারতরত্ন' দেওয়া হয়। চৌধুরি চরণ সিংয়ের হয়ে মরণোত্তর ভারতরত্ন গ্রহণ করছেন তাঁর নাতি জয়ন্ত চৌধুরি। কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথনের হয়ে মরণোত্তর ভারতরত্ন গ্রহণ করছেন তাঁর কন্যা নিত্যা রাও। সমাজতন্ত্রী নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের হয়ে ভারত রত্ন সম্মান গ্রহণ করছেন তাঁর ছেলে রামনাথ ঠাকুর। প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের ছেলে পি ভি প্রভাকর রাও রাষ্ট্রপতির কাছ থেকে ভারত রত্ন সম্মান নিয়েছেন। ভারতের রাজনীতিতে 'চাণক্য' বলে খ্যাত রাও ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।