শেষ আপডেট: 25th January 2025 20:49
দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রতিটি মানুষকে পরিবারের মতো বেঁধে রেখেছে আমাদের সংবিধান। এটি আমাদের দেশের নাগরিকদের সম্মিলিত পরিচয় হিসেবে কাজ করে। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।
শনিবার সন্ধে ৭টা নাগাদ জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণে উঠে আসে একাধিক প্রসঙ্গ। তবে এদিন কেন্দ্রের মোদী সরকারের ভূয়সী প্রশংসা শোনা যায় রাষ্ট্রপতির গলায়। ভাষণে উঠে আসে দেশের উন্নয়নের কথা, সংবিধানের প্রসঙ্গ, এক দেশ এক ভোট নীতির গুরুত্বের কথা।
এদিন দ্রৌপদী মুর্মু মনে করিয়ে দেন, সব ক্ষেত্রে এগিয়ে চলেছে দেশ। 'এক দেশ, এক ভোট' নীতির প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এই নীতি দেশের আর্থিক বোঝা কমাতে পারে। নীতি প্যারালাইসড হয়ে যাওয়া রুখতে পারবে। পাশাপাশি সংবিধানের গুরুত্বের কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, "দেশের প্রতিটি মানুষকে পরিবারের মত বেঁধে রাখে আমাদের সংবিধান। এটি আমাদের দেশের নাগরিকদের সম্মিলিত পরিচয় হিসেবে কাজ করে।"
রাষ্ট্রপতি জানান, বড় সংস্কারের জন্য সাহসী এবং দূরদর্শী হয়ে উঠতে হয়। আর সেই সংস্কারের কাজ দ্রুততার সঙ্গে করা হচ্ছে। ভাষণে উঠে আসে সংবিধানের প্রসঙ্গও। দ্রৌপদী মুর্মু মনে করিয়ে দেন, "ভারতীয় হিসেবে আমাদের যে সম্মিলিত পরিচিতি আছে, সেটার আসল ভিত্তি তৈরি করে দেয় সংবিধান। যা আমাদের পরিবার হিসেবে একসূত্রে বেঁধে রেখেছে।"
তিনি বলেন, আমরা ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করলেও অনেকের মানসিকতায় ঔপনিবেশকতার ছাপ রয়ে গিয়েছিল। আর সেই মানসিকতা পরিবর্তন করার জন্য আমরা সম্প্রতি একাধিক পদক্ষেপ দেখেছি। তার মধ্যে অন্যতম হল ন্যায় সংহিতা। ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি (Indian Penal Code), কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর (CRPC) এবং ১৮৫৭ সালের 'ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট' বাতিল হয়ে 'ভারতীয় ন্যায় সংহিতা', ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ এবং ‘ভারতীয় সাক্ষ্য আইন’ কার্যকর হয়েছে।