শেষ আপডেট: 14th November 2024 11:19
দ্য ওয়াল ব্যুরো: অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটল অ্যাম্বুলেন্সের ভিতরে! তাও আবার এমন সময়ে, যখন গাড়ির ভিতরে রয়েছেন অন্তঃসত্ত্বা মহিলা। বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের দাদিওয়ারা সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর ঘটা এই ঘটনায় প্রাণ হাতে নিয়ে ছুটে বাঁচতে পেরেছেন ওই মহিলা।
জানা গেছে, ওই অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে একটি হাসপাতাল থেকে অন্য একটি হাসপাতালের পথে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। আচমকাই চালক দেখেন, ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই অবস্থায় তিনি মাথা ঠান্ডা রেখে, গাড়ি থামিয়ে, কোনও রকমে অ্যাম্বুলেন্স থেকে নামেন। তারপরই ছুটে এসে পিছনে বসে থাকা যাত্রীদেরও অ্যাম্বুলেন্স থেকে নামতে বলেন।
এইটুকু সময়ের মধ্যে ধোঁয়া থেকে আগুন বেরোতে শুরু করেছে, গাড়ির ভিতরেও তা ছড়িয়ে পড়ছে। কোনও রকমে অ্যাম্বুলেন্স থেকে নেমেই প্রাণ হাতে করে ছুটে পালান ওই অন্তঃসত্ত্বা মহিলা। এর পরেই চোখের সামনে বিস্ফোরণ ঘটে অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা অক্সিজেন সিলিন্ডারটিতে! গোটা অ্যাম্বুলেন্সটি কার্যত পুড়ে ছাই হয়ে যায়।
দেখুন ভিডিও।
Maharashtra's Jalgaon: Pregnant Woman Has Narrow Escape As Oxygen Cylinder In Ambulance Explodes pic.twitter.com/kppmaguL0i
— Irfan Ansari (@Irfan79926241) November 14, 2024