শেষ আপডেট: 9th March 2025 19:12
দ্য ওয়াল ব্যুরো: বয়ান রেকর্ড করা হবে জানিয়ে ডেকে গর্ভবতী মহিলাকে (Pregnant Woman) তাঁরই ছেলের সামনে ধর্ষণ (Rape) করার অভিযোগ উঠল জয়পুরের (Jaipur) এক পুলিশ কর্মীর (Police Constale) বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, অভিযোগ দায়ের হওয়ার পরই অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে কড়া পদক্ষেপ নেওয়া হবেও বলে আশ্বাস দেওয়া হয়েছে রাজস্থান পুলিশের (Rajasthan Police) তরফে।
মহিলার স্বামীর অভিযোগ, কাজের জন্য তিনি বাড়ি ছিলেন না। সেই সুযোগে তাঁর স্ত্রীকে ঢেকে পাঠান ভাগারাম। দেখা হওয়ার পর স্ত্রী-সন্তানকে নিয়ে একটি হোটেলে যান তিনি। সেখানকার কর্মীদের কনস্টেবল বলেন, মহিলার পোশাক পরিবর্তন করার প্রয়োজন। তার পরে ঘরে ঢুকে সন্তানের সামনেই ভাগারম তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন।
তিনি আরও জানান, ভাগারাম তাঁর স্ত্রীকে হুমকি দিয়ে বলেন, এই নিয়ে কাউকে কিছু বললে তাঁদের পরিণতি ভাল হবে না।
জানা গিয়েছে, অভিযুক্ত কনস্টেবল সাঙ্গান থানায় কর্মরত ছিলেন। জয়পুর পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিনোদ শর্মা জানান, "শনিবার রাতে ভাগারাম নামের ওই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মহিলার স্বামী। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মহিলার শারীরিক পরীক্ষাও করা হচ্ছে।"