শেষ আপডেট: 26th October 2024 11:52
দ্য ওয়াল ব্যুরো: অন্তঃসত্বা হয়ে পড়েছিলেন প্রেমিকা। সে কথা প্রেমিককে জানালে তিনি গর্ভপাতের কথা বলেন। তাতে রাজি না হওয়ায় প্রেমিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে।
ঘটনাটি দিল্লির নাংলোই এলাকার। ইতিমধ্যেই অভিযুক্ত প্রেমিক ও তাঁর এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক অভিযুক্ত পলাতক।
উনিশ বছর বয়সী ওই তরুণী পশ্চিম দিল্লির বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করতেন তিনি। বাড়ির লোকেরা জানতেন ভাল বন্ধু।
তরুণীর পরিবার বলছে, ওই তরুণের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলতেন তরুণী। মাঝে সমস্যা বাঁধে অন্য জায়গায়। পুলিশ জানাচ্ছে, সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তরুণী। সে কথা প্রেমিককে বারবার জানালেও কোনও উচ্চবাচ্য করেননি তিনি। বরং গর্ভপাতের কথা বলতেন। এছাড়াও, তদন্ত করে পুলিশের প্রাথমিক অনুমান প্রেমিককে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন তরুণী।
তরুণী গর্ভপাতে রাজি না হওয়ায় দু'জনের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। গত সোমবার তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দুই বন্ধুকে সঙ্গে নিয়ে অভিযুক্ত প্রেমিক তাঁর প্রেমিকাকে দিল্লি থেকে হরিয়ানার রোহতকে নিয়ে যান।
অভিযোগ সেখানেই প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করেন তরুণ ও তাঁর বন্ধুরা। পরে সেখানেই দেহ পুঁতে দিয়ে ফিরে আসেন দিল্লিতে। ঘটনার তদন্তে নেমে তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রেমিক ও তাঁর এক সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে থাকা আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।