শেষ আপডেট: 13th April 2025 15:57
দ্য ওয়াল ব্যুরো: মামীর বোনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে হুমকির মুখে পড়তে হয়েছিল। সেই রাগেই পথের কাঁটা সাফ করতে বন্ধুদের সাহায্য নিয়ে নিজের মামাকেই নৃশংসভাবে ইট দিয়ে থেঁতলে খুন করল যুবক। উত্তরপ্রদেশের (uttar pradesh) প্রয়াগরাজের (Prayagraj ) ঘটনা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে প্রয়াগরাজের পাশের জেলা কৌশাম্বিতে (kaushanbi) একটি গাছের নিচে থেকে মহেন্দ্র প্রজাপতি নামে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই অভিযুক্ত ভাইপো আকাশ প্রজাপতিকে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ২৮ বছর বয়সি মহেন্দ্র বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ভাগ্নের সঙ্গে প্রয়াগরাজ ছেড়েছিলেন। কিন্তু রাতে তিনি আর বাড়িতে ফেরেননি বলে খবর। পরিবারের সদস্যরা জানান, প্রথমে ফোনে কথা কথা হলেও কিছুক্ষণ পর থেকেই মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। সেকারণে আর যোগাযোগ সম্ভব হয়নি।
এরপর পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ জানাতেই তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত আকাশের কাছেই ফোনটি রয়েছে।জিজ্ঞাসাবাদের সময় আকাশ পুলিশকে জানায় যে সে তার মামীর বোনের প্রেমে পড়েছিল। সে কথা পরিবারের মধ্যে জানাজানি হতে মহেন্দ্র তাকে হুমকি দিয়েছিল। এরপরই মাথায় রাগ উঠে যায় অভিযুক্তর। পথের কাঁটা সরাতে প্ল্যান সাজিয়ে ফেলা হয়।
পুলিশ জানিয়েছে, প্ল্যানমাফিক আকাশ তাঁর চাচাতো ভাই রোহিত এবং বন্ধু বিজয়ের সঙ্গে হাত মিলিয়ে মহেন্দ্রকে মদ খেতে বাধ্য করে এবং তারপর ইট দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেয়।
পুলিশ অভিযুক্তর থেকে মহেন্দ্রের রক্তমাখা পোশাক এবং তাঁর মোবাইল ফোন উদ্ধার করেছে। প্রথমে আকাশকে গ্রেফতার করলেও পরে বাকি দুই অভিযুক্তকেগ্রেফতার করেছে পুলিশ।