শেষ আপডেট: 9th March 2025 15:41
দ্য ওয়াল ব্যুরো: বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করায় শনিবার গভীর রাতে দিল্লির এইমস-এব (Delhi AIIMS) ভর্তি হয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি (Vice President) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) চিকিৎসাধীন। রোববার দুপুরে তাঁকে দেখতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
এদিন ধনখড়ের শরীর কেমন আছে সে ব্যাপারে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। মোদী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিতে দিল্লি এইমস-এ গিয়েছিলাম। আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।"
Went to AIIMS and enquired about the health of Vice President Shri Jagdeep Dhankhar Ji. I pray for his good health and speedy recovery. @VPIndia
— Narendra Modi (@narendramodi) March 9, 2025
এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ড: রাজীব নারাং-এর অধীনের ধনকড়ের চিকিৎসা চলছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন বলেও হাসপাতাল সূত্রে খবর।
২০১৯-এ ধনকড়কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে নরেন্দ্র মোদী সরকার। রাজ্যপালকালীন সময়ে রাজ্যের শাসকদল তৃণমূলের সঙ্গে প্রায়ই নানা কারণে খিটিমিটি লেগেই থাকত। ধনকড় জমানাতেই রাজভবন এবং নবান্ন সংঘাত চরমে উঠেছিল। পরে তাঁকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করে কেন্দ্র। ২০২২ সাল থেকে সেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
উপরাষ্ট্রপতির বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও, তাঁর অবস্থা সম্পর্কে হাসপাতালের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, মেডিক্যাল টেস্টের রিপোর্টগুলি এলে পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক করা হবে। তবে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।