শেষ আপডেট: 6th January 2025 10:34
দ্য ওয়াল ব্যুরো: বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পদক্ষেপের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন। জন সূরয প্রধান প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) সোমবার প্রথমে আটক ও পরে গ্রেফতার করল পাটনা পুলিশ। আজ ভোরে তাঁকে আটক করার পর ফাঁকা করা হয় গান্ধী ময়দান এলাকাও।
বিহার সিভিল সার্ভিস কমিশনের পরীক্ষার বিষয়ে বিহারে ধারাবাহিক প্রতিবাদ ও আন্দোলন চলছে বেশ কয়েকদিন ধরে। গত ১৩ ডিসেম্বর বিহার পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষার্থীরা পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানান। সম্প্রতি চাকরিপ্রার্থীরা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গেও এই দাবিতে বৈঠক করেন।
প্রথম থেকেই প্রশান্ত কিশোর এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আসছিলেন এবং দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলার কথা বলেছিলেন। মাঝে একদিন এই ঘটনার প্রতিবাদ জানাতে তাঁর নেতৃত্বে জমায়েতও হয় গান্ধী ময়দান এলাকায়। পুলিশ-প্রতিবাদীদের মধ্যে ঝআমেলা বাধে। বিনা অনুমতিতে জমায়েতের অভিযোগ ওঠে।
এদিকে প্রশান্ত কিশোর বিহার সরকারকে সতর্ক করেন, তিন দিনের মধ্যে চাকরিপ্রার্থীদের দাবি পূরণ না হলে তিনি নিজেই আন্দোলনে অংশ নেবেন। সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি অনশনে বসেন। ভোর ৪টে নাগাদ পাটনা পুলিশ তাঁকে জোর করে গান্ধী ময়দান থেকে সরিয়ে দেয় এবং অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যায় পাটনা এইমসে।
এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যায়, পাটনা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা প্রশান্তকে অনশন থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন এবং সমর্থকরা 'বন্দে মাতরম' স্লোগান দিচ্ছেন।