শেষ আপডেট: 23rd October 2024 00:38
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ যানজটের কুখ্যাতি রয়েছে বেঙ্গালুরুর। সেই দৌলতে ২০২৩ সালের বিশ্বের ট্রাফিক-বিধ্বস্ত প্রথম ১০টি শহরের মধ্যেও জায়গা পেয়েছিল তথ্যপ্রযুক্তির এই শহর।
এবার বেঙ্গালুরুর রাস্তায় গর্তের ছড়াছড়ি নিয়ে অ্যাপ বানানোর প্রস্তাব দিয়ে নেট দুনিয়া হাসির রোল তৈরি করলেন শিবরামকৃষ্ণ নারায়ণন নামে এক সফটওয়ার ইঞ্জিনিয়ার। কোন অ্যাপ বেশি ভাল, তার কিছুটা আন্দাজ পাওয়া যায় এই রেটিং থেকে। বিভিন্ন সংস্থা্ তাঁদের অ্যাপের রেটিং বাড়়ানোর জন্য গ্রাহকদের অনুরোধও করেন।
অনেকটা সেই স্টাইলে গর্তের জন্য অ্যাপ তৈরি করে গর্তগুলির রেটিং পয়েন্ট দেওয়া উচিত বলে কটাক্ষ করেছেন তিনি।
টুইটে কটাক্ষের সুরে নারায়ণন লিখেছেন, "একটি অ্যাপ তৈরি করার পরিকল্পনা করছি যেখানে আমরা বেঙ্গালুরুতে গর্তগুলিকে রেট দিতে এবং পর্যালোচনা করতে পারি। আমি সম্প্রতি একটি জায়গায় একসঙ্গে সাতখানা বড় বড় গর্ত দেখেছি এবং দুঃখ অনুভব করেছি যে এটি প্রাপ্য স্বীকৃতি পাচ্ছে না!"
এমন পোস্ট ঘিরে উঠে এসেছে একাধিক মন্তব্য। একজন লিখেছেন, "গর্তগুলির মধ্যে কোনগুলি গাড়ির টায়ারের বেশি ক্ষতি করছে, সেগুলি চিহ্নিত করে আলাদা করে পুরষ্কার ঘোষণা করা উচিত!"
Planning to build an app where we can rate and review potholes in Bengaluru. I recently saw a 7-star pothole and felt sad that it wasn't getting the recognition it deserved.
— Siva Narayanan (@K2_181) October 21, 2024
Who's in?
আর এক নেট নাগরিক আবার নারায়ণের দেওয়া প্রস্তাবের ভিত্তিতে অ্যাপটি কেমন হওয়া উচিত তার বর্ণনা দিয়েছেন। বেঙ্গালুরুর নামের সঙ্গে সামঞ্জস্য রেখে গর্তের জন্য তৈরি হওয়া এই অ্যাপের নামকরণও করেছেন তিনি, 'পটলুরু'!
বেঙ্গালুরু-পটলুরু, এহেন নামকরণ নিয়েও নেটপাড়ায় উঠেছে আর এক দফা হাসির রোল! প্রসঙ্গত, বেঙ্গালুরুর রাস্তায় ছড়িয়ে থাকা হাজারও গর্ত নিয়ে সম্প্রতি নেট দুনিয়ায় নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্যবসায়ী কিরণ মজুমদার এবং মোহনদাস। কর্ণাটক সরকারের তীব্র নিন্দা করে টুইটে এও লিখেছিলেন, 'রাস্তা তো নয়, যেন মরণফাঁদ! বৃষ্টি হলে তো অবস্থা আরও সঙ্কটজনক হয়ে দাঁড়ায়।'
এরই প্রেক্ষিতে বেঙ্গালুরুর গর্তগুলির সম্মানে অ্যাপ তৈরির প্রস্তাব দিয়ে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছেন শিবরামকৃষ্ণ নারায়ণন। লিখেছেন, 'চলো গর্তের সম্মানে অ্যাপ তৈরি করি!'