Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যায় রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!রাধিকার বান্ধবীর দাবি খারিজ করল পরিবার, এদিকে মোবাইলের মুছে ফেলা তথ্য ফিরিয়ে দেখছে পুলিশবর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন ‘মিস পুদুচেরি’ সান রেচালপ্রধানমন্ত্রীর সভার জন্য রথের মেলা গুটিয়ে ফেলার নির্দেশ, ক্ষতির মুখে শতাধিক ছোট ব্যবসায়ী

জিন্স-স্কার্টে প্রবেশ নিষেধ! মধ্যপ্রদেশের ৪০টি মন্দিরে মেয়েদের পোশাক নিয়ে পোস্টার ঘিরে বিতর্ক

 নির্দেশিকায় মহিলাদের উদ্দেশে আরও বলা হয়েছে, মন্দিরে প্রবেশের সময় যেন মাথা ঢাকা থাকে। পোস্টারগুলোর নীচে ‘মহাকাল সঙ্ঘ আন্তর্জাতিক বজরং দল’ নামক একটি সংগঠনের নাম লেখা রয়েছে। 

জিন্স-স্কার্টে প্রবেশ নিষেধ! মধ্যপ্রদেশের ৪০টি মন্দিরে মেয়েদের পোশাক নিয়ে পোস্টার ঘিরে বিতর্ক

মধ্যপ্রদেশে পোস্টার ঘিরে বিতর্ক

শেষ আপডেট: 6 July 2025 12:01

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের জব্বলপুরে মহিলাদের মন্দিরে পোশাক নিয়ে শুরু হয়েছে বিতর্ক (Madhya Pradesh Poster Controversy)। শহরের অন্তত ৪০টি মন্দিরে সম্প্রতি এমন কিছু পোস্টার (Poster) টাঙানো হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মিনি স্কার্ট, জিন্স-টপ বা কোনও রকম পশ্চিমী পোশাক (Western clothes) পরে কেউ মন্দিরে ঢুকতে পারবেন না। ওই পোস্টারগুলিতে আরও লেখা রয়েছে, এই ধরনের পোশাক পরলে দর্শনার্থীদের বাইরে থেকেই মন্দির দর্শন করতে হবে।

এই নির্দেশিকায় মহিলাদের উদ্দেশে আরও বলা হয়েছে, মন্দিরে প্রবেশের সময় যেন মাথা ঢাকা থাকে। পোস্টারগুলোর নীচে ‘মহাকাল সঙ্ঘ আন্তর্জাতিক বজরং দল’ নামক একটি সংগঠনের নাম লেখা রয়েছে। সংগঠনটির তরফে দাবি করা হয়েছে, মন্দিরে ভারতীয় সংস্কৃতির মর্যাদা বজায় রাখার স্বার্থেই এই আহ্বান জানানো হয়েছে।

এই উদ্যোগের পক্ষে বক্তব্য রেখেছেন সংগঠনের জেলা মিডিয়া ইনচার্জ অঙ্কিত মিশ্র। তিনি জানিয়েছেন, জব্বলপুরের প্রায় ৩০ থেকে ৪০টি বড় মন্দিরে এই পোস্টার লাগানো হয়েছে, এবং ভবিষ্যতে আরও মন্দিরে লাগানো হবে। তাঁর কথায়, 'নারীরা ধর্মীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তাই তাঁদের কাছে আমাদের অনুরোধ, মন্দিরে আসার সময় যেন তাঁরা ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরেন।'

তবে এই নিয়ম নিয়ে শহরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই মনে করছেন, এটি মহিলাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ (Madhya Pradesh Poster Controversy)। এই প্রসঙ্গে মহিলা অধিকার কর্মী ও আইনজীবী রঞ্জনা কুরারিয়া বলেন, 'কে কী ধরনের পোশাক পরবেন, সেটা একান্ত তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ যদি শাড়ি, সালোয়ার-কামিজ বা জিন্স পরে স্বচ্ছন্দ বোধ করেন, তবে সেটাই তিনি পরবেন। অন্য কারও সে বিষয়ে মন্তব্য করার অধিকার নেই, এমনকি অনুরোধ করারও নয়।'

পোস্টারগুলি টাঙানোর (Madhya Pradesh Poster Controversy) পর থেকেই জব্বলপুরে তা ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ সমর্থন করছেন, কেউ তীব্র বিরোধিতা। তবে এখনই প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
 


ভিডিও স্টোরি