শেষ আপডেট: 14th August 2024 10:43
দ্য ওয়াল ব্যুরো: ২০৩৬ সালে ভারতের জনসংখ্যা ১৫২ কোটি ২০ লক্ষে পৌঁছাবে। কেন্দ্রের স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেনশন মন্ত্রকের অধীনস্থ 'উওমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া ২০২৩' রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী দেশের জনসংখ্যা ছিল ১২১, ০৮, ৫৪, ৯৭৭।
এবারের রিপোর্টে বলা হয়েছে, সমীক্ষায় দেখা গিয়েছে, ২০৩৬ সালে জনসংখ্যার ৪৮.৮ শতাংশ মহিলা হবেন। শেষ জনগণনায় যা ছিল ৪৮.৫ শতাংশ। প্রতি হাজার পুরুষের অনুপাতে মহিলার সংখ্যা হবে ৯৫২ জন। এর আগে যা ছিল ৯৪৩।
ব্যক্তি হিসেবে ১৫ বছরের নীচে নাগরিকের সংখ্যা কমবে। জন্মহার কমার কারণে এটা হবে বলে মনে করা হচ্ছে। বিপরীত দিকে ৬০ ও তদোর্ধ্বদের হার বাড়বে আগামী ২৫ বছরে। গতবছর এপ্রিলে রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে হয়েছিল, বিশ্বের জনসংখ্যার নিরিখে ভারত পিছনে ফেলে দিয়েছে চিনকে।
ভারতের জনসংখ্যার আনুমানিক হিসাব দেওয়া হয়েছিল ১,৪২,৭৭৫,৮৫০। গত মাসে রাষ্ট্রসঙ্ঘ জানায়, ভারতের জনসংখ্যা ২০৬০ সালে সর্বোচ্চে পৌঁছাবে। ১৭০ কোটি স্পর্শ করবে ভারত। এরপর ১২ শতাংশ কমলেও এই শতাব্দীতে ভারতই সর্বোচ্চ জনসংখ্যার দেশ থাকবে। দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২৪ রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছিল।