শেষ আপডেট: 15th January 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো: উদয়পুরের সিটি প্যালেস পরিদর্শনে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার মিথিলেশ ব্যাকপ্যাকার ও তাঁর রাশিয়ান স্ত্রী। সম্প্রতি রাজস্থানের উদয়পুরে ঘ্যটে যাওয়া একটি অপ্রীতিকর অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। অভিযোগ, উদয়পুরে গেলে একদল অজ্ঞাত পরিচয় যুবক তাঁর রাশিয়ান স্ত্রীকে হয়রানি করে।
পুরো বিষয়টি ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার। বিষয়টি সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে যায়। ভিডিওতে তিনি অভিযোগ করেন, উদয়পুরের সিটি প্যালেসে যাওয়ার সময় একদল যুবক তাঁর স্ত্রী লিসা এবং তাঁদের দুই বছরের ছেলের পিছু নিয়েছিল।
শুধু এখানেই থেমে থাকেনি তারা। ইউটিউবারের অভিযোগ, তাঁর স্ত্রীকে "৬,০০০ আইএনআর” বলে কটূক্তিও করা হয়। বিষয়টি কানে শোনা মাত্রই মিথিলেশ অভিযুক্তদের মুখোমুখি হন এবং ক্যামেরা নিয়ে সরাসরি প্রশ্ন করেন, ‘আমি বুঝতে পারছই না ৬০০০ আপনারা কাকে বলছেন?’ তাঁকে আরও বলতে শোনা যায়, ‘আমার বউ রাশিয়ান বলে এমন ফালতু মন্তব্য করবেন?’
পরে উদয় সিটি প্যালেসের নিরাপত্তা কর্মী ও পুলিশের কাছে অভিযোগ জানান ইউটিউবার। তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে লেখেন, ‘আমি খুব রেগে গেছিলাম। আমি আমার স্ত্রীর সঙ্গে থাকার পরেও কীভাবে লোক এমন মন্তব্য করতে পারে? আমার স্ত্রী ভারতে এসেছিলেন। তাই আমি তাঁকে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য বোঝাতে বিভিন্ন প্রান্তে ঘোরার পরিকল্পনা নিই। কিন্তু উদয়পুরে যা ঘটল তা অত্যন্ত লজ্জার।’
মিথিলেশ আর প্রশ্ন করেন, ‘এটাই আমাদের দেশ!’ ভিডিও আপলোড করতেই নিমেষে তা ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে অনেকেই তীব্র নিন্দা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘আপনার অবশ্যই পুলিশের কাছে যাওয়া উচিত। এসব বিষয়কে হাল্কাভাবে নেবেন না।’
আরেকজন লেখেন, ‘লজ্জা লাগে নিজেদের এ দেশের নাগরিক বলতে। এখানে আমরা অন্যদের সাহায্য না করে চুপচাপ দাঁড়িয়ে মজা দেখি। যত দিন যাচ্ছে এমন ঘটনা বেড়েই চলেছে। আমি মিথিলেশ ভাই ও তাঁর পরিবারের জন্য দুঃখিত।‘