শেষ আপডেট: 15th March 2025 20:00
দ্য ওয়াল ব্যুরো: পড়াশোনায় মেধা কম। বড় হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারবে তো ছেলেরা? অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে দুই সন্তানকে বালতির জলে চুবিয়ে মেরে (Murder) নিজেও আত্মঘাতী (Suicide) হলেন বাবা। ঘটনা অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার (Andhra Pradesh)।
মৃত ওয়ানাপল্লি চন্দ্রকিশোর সুব্বারাও নগরের বাসিন্দা। তাঁর দুই শিশুর একজনের নাম জোশিল (৭) এবং নিখিল (৬)। পুলিশ জানিয়েছে, চন্দ্রকিশোর একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। জোশিল পড়ত ক্লাস ওয়ানে। আর তার ভাই নিখিল ইউকেজি। ছেলেদের পড়াশোনা নিয়ে যথেষ্ট চিন্তায় থাকতেন বাবা। সম্প্রতি দুই ছেলেরই স্কুলও বদল করেন তিনি।
পুলিশ জানিয়েছে, শুক্রবার হোলি উপলক্ষ্যে চন্দ্রকিশোরের অফিসে একটি অনুষ্ঠান ছিল। সেখানে স্ত্রী-ছেলেদের নিয়ে যান তিনি। কিছুক্ষণ পর চন্দ্রশেখর তাঁর স্ত্রীকে জানান, ছেলেদের স্কুলের জামার জন্য দর্জির দোকানে নিয়ে যাচ্ছেন।
১০-১৫ মিনিটের মধ্যে ফিরে আসবেন বলেও যখন অনেকক্ষণ পরও চন্দ্রকিশোর ফিরে আসছেন না, তখনই তাঁর স্ত্রী তনুজা তাঁকে ফোন করেন। কিন্তু, কোনও উত্তর পাননি। তড়িঘড়ি চন্দ্রকিশোরের এক সহকর্মীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যান তনুজা।
ঘরের কাছে গিয়ে জানলা দিয়ে দেখেন তাঁর স্বামী গলায় দড়ি দিয়ে ঝুলছেন। দরজা ভেঙে ভিতরে ঢুকে ছেলেদের খোঁজ করতে গিয়ে দেখেন হাত-পা বাঁধা অবস্থায় দু'জনেরই দেহ বালতির জলে পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। যেখানে চন্দ্রকিশোর লেখেন, "প্রতিযোগিতার এই দুনিয়ায় ছেলেরা পেরে উঠছে না। ওদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আমি।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।