Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
তিন বছরের চুক্তিতে রাজস্থান থেকে ইস্টবেঙ্গলে এলেন মার্তান্ড রায়না'তোমার নাকটা বাঁকা, আগে ঠিক করে এসো', 'আন্দাজ' ছবির আগে প্রিয়াঙ্কাকে বলেছিলেন সুনীল দর্শনবাংলা প্রশ্ন-বিতর্কে একটা ‘সেনটেন্সে’র অস্পষ্টতা কাটাতে অনেক ‘বাক্য’ খরচ করলেন প্রসেনজিৎসন্দেহের জেরে প্রেমিকার গলা কেটে খুন যুবকের! মুখে টেপ বাঁধা, গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুজীর্ণ দশা ও টোল ট্যাক্স ফাঁকি, সেতু ভাঙার হুঁশিয়ারি কানে তোলেনি গুজরাত সরকার, মৃত বেড়ে ১৩রাস্তাঘাটে অনুমতি না নিয়ে যার তার ছবি তুললে এমনটাই হয়, সোজা শ্রীঘরেডার্বি আসন্ন, মোহনবাগানের অনুশীলনে নামছেন কিয়ান, সুহেল, গ্লেনরাআমেরিকায় মিলল ২০ কোটি বছরের উড়ন্ত সরীসৃপের হাড়, ডায়নোসরেরও আগে অস্তিত্ব ছিল 'ভোরের দেবী'র'ব্লাউজের ভিতর হাত ঢুকিয়ে...' মালয়েশিয়ায় ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ নায়িকারবেদ, উপনিষদ আর প্রকৃতি! রাজনীতি থেকে ছুটি নিলে এভাবেই কাটিয়ে দেব
Poonch terror attack

পুঞ্চে বায়ুসেনার কনভয়ে ২০০ গুলি, দুই পাক জঙ্গির ছবি দেখিয়ে ২০ লাখ পুরস্কার ঘোষণা

জঙ্গিদের খোঁজ মেলেনি। সেনার তরফে জঙ্গিদের মাথার দাম ধরা হয়েছে ২০ লাখ টাকা।

পুঞ্চে বায়ুসেনার কনভয়ে ২০০ গুলি, দুই পাক জঙ্গির ছবি দেখিয়ে ২০ লাখ পুরস্কার ঘোষণা

শেষ আপডেট: 6 May 2024 10:36

দ্য ওয়াল ব্যুরো: মুর্হুমুর্হু ধেয়ে আসতে থাকে গুলি। সাবধান হওয়ার আগেই গাড়ির কাচ ঝনঝন করে ভাঙতে থাকে। জঙ্গিদের রাইফেল থেকে ছুটে আসা গুলি জওয়ানদের শরীরে বিঁধতে শুরু করে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বায়ুসেনার গাড়িতে ঠিক পুলওয়ামার ধাঁচেই হামলা চালিয়েছে জঙ্গিরা। শনিবারের হামলায় গুরুতর জখম হয়েছিলেন বায়ুসেনার এক জওয়ান ভিক্কি পাহাড়ে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। বায়ুসেনার আরও চার জওয়ান ওই হামলায় জখম হয়েছেন। ঘটনার পর পরই গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলস। কিন্তু জঙ্গিদের খোঁজ মেলেনি। সেনার তরফে জঙ্গিদের মাথার দাম ধরা হয়েছে ২০ লাখ টাকা।

পুঞ্চের সুরানকোটে এলাকার সানাই গ্রামে শনিবার ভারতীয় বায়ুসেনার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। ঝাঁকে ঝাঁকে গুলি ধেয়ে আসতে থাকে গাড়ির দিকে। পাল্টা জবাব দেয় বায়ুসেনাও। তবে এই গুলির লড়াইয়ে জখম হন বায়ুসেনার পাঁচ জওয়ান। প্রত্যেকেরই শরীরে এক বা একাধিক গুলি লেগেছে। তাঁদের উদ্ধার করে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় উধমপুর সেনা হাসপাতালে। সেখানে এক জওয়ানের মৃত্যু হয়েছে বলে বায়ুসেনা সূত্রে খবর। শহিদ জওয়ানের নাম ভিক্কি পাহাড়ে।  তাঁর বয়স ছিল ৩৩ বছর। তিনি মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলার ননিয়া-কারবাল গ্রামের বাসিন্দা ছিলেন। এই বছরেরই ১৮ এপ্রিল তিনি বায়ুসেনায় যোগ দিয়েছিলেন।

বায়ুসেনার কনভয়টি জারানওয়ালি গলি থেকে পুঞ্চের সানাই টপ হয়ে শহিস্তার টপে যাচ্ছিল। এই শাহিস্তার টপে বায়ুসেনার একটি ঘাঁটি আছে। সেই সময়ই যাত্রা পথে আচমকা হামলা করে জঙ্গিরা। বায়ুসেনা সূত্র জানাচ্ছে, কনভয় লক্ষ্য করে প্রায় ২০০টি গুলি চালানো হয়। কনভয়ে থাকা শেষ গাড়িটির উইন্ডস্ক্রিন লক্ষ্য করে প্রথম গুলিটি ছুটে এসেছিল পাহাড় চূড়ার দিক থেকে। এরপর এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে।  ১৫ মিনিটের মধ্যে ২০০টিরও বেশি গুলি ছোড়া হয়েছিল। বায়ুসেনা পাল্টা জবাব দিতে শুরু করলে জঙ্গিরা পাশের জঙ্গলের দিকে পালিয়ে যায়।

 শনিবারের সেই জঙ্গি হামলার দায় শিকার করেনি কোনও জঙ্গি সংগঠনই। তবে দুই জঙ্গির স্কেচ সামনে এনেছে বায়ুসেনা। এই দু’জনকে খুঁজে দিতে পারলে ২০ লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছে।  মনে করা হচ্ছে, পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে। আগে থেকে ওই এলাকায় ঘাপটি মেরে লুকিয়ে ছিল জঙ্গিরা। বায়ুসেনার গাড়ি ওই এলাকা দিয়ে যাবে এমন খবর তারা আগে থেকেই পেয়েছিল। এখানে স্থানীয় কারও মদত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।


ভিডিও স্টোরি