শেষ আপডেট: 23rd September 2024 10:36
দ্য ওয়াল ব্যুরো: দেশে আবারও একটি ট্রেন দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু ঘটল না জিআরপি-র জন্য। ট্রেন আসার আগেই রেল লাইন থেকে তাঁরা উদ্ধার করল একাধিক লোহার রড! পরপর সেগুলি সাজানো ছিল ট্র্যাকে। তাহলে কি আরও এক রেল দুর্ঘটনার পরিকল্পনা ছিল, প্রশ্ন উঠেছে ইতিমধ্যে।
পাঞ্জাবের ভাতিন্ডায় দিল্লি-ভাতিন্ডা এক্সপ্রেস যে লাইন দিয়ে যাওয়ার কথা ছিল সেই লাইনেই মিলেছে ৯টি লোহার রড। এই ঘটনায় কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি। যদিও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। কেউ সত্যি ইচ্ছে করে এই রডগুলি ট্র্যাকে রেখে গেছে, নাকি পুরোটাই অনিচ্ছাকৃত, সে ব্যাপারেও স্পষ্ট আভাস মেলেনি।
সাম্প্রতিক সময়ে রেললাইন থেকে উদ্ধার হয়েছে এলপিজি সিলিন্ডার, পেট্রোল, সিমেন্টের ব্লক ইত্যাদি। রেলওয়ের তরফে অবশ্য দাবি করা হয়েছে, এগুলি কোনওটাই 'নাশকতা'র ছক নয়। রেললাইনের আশেপাশে থাকা স্থানীয়রা নিজেদের 'ফুর্তি'র জন্য এসব করেন। কিন্তু পরপর যে ঘটনা সামনে আসছে তাতে অনেকেই রেলের এই বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না। রবিবারই ফের কানপুরে রেল ট্র্যাকে মিলেছিল সিলিন্ডার। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচে মালগাড়ি।
চলতি মাসে এই নিয়ে এমন ঘটনা চারবার ঘটেছে। 'নাশকতা'র পিছনে ঠিক কে ও কারা রয়েছে তা স্পষ্ট না হলেও পরপর এই ঘটনায় নড়েচড়ে বসেছে রেল। ইতিমধ্যে আবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাছে কেন্দ্রের তরফে একটি সতর্কবার্তা এসেছে। সেখানে বলা হয়েছে, উত্তরবঙ্গের রেল ব্যবস্থায় নাশকতার ছক রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন ও ট্রেনগুলিতে হামলার শঙ্কা আছে। তাই যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
এরপরই প্রস্তুতি শুরু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। রেললাইনে জিআরপির সঙ্গে আরপিএফের যৌথ নজরদারি চলছে। প্রত্যেক স্টেশন মাস্টারকে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। তল্লাশি অভিযান শুরু করেছে জিআরপি, আরপিএফ। ট্রেনগুলিতেও প্রশিক্ষণপ্রান্ত কুকুর দিয়ে তল্লাশি চালানো শুরু হয়েছে। যদিও রেল পুলিশের কাছে এই 'জঙ্গি হামলার' তথ্য কে বা কারা পাঠিয়েছে তা স্পষ্ট হয়নি এখনও। কিন্তু বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।