পুরী জগন্নাথ মন্দির
শেষ আপডেট: 10th November 2024 11:09
দ্য ওয়াল ব্যুরো: একদল বাঙালি পর্যটক পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়লেন। পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে। পাল্টা পুলিশ কর্মীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলেছেন ওই বাঙালি পর্যটকরা।
পুলিশ জানাচ্ছে, শনিবার বিকেলে মন্দির দর্শনে গিয়েছিল বাঙালি পর্যটকদের ওই দল। তখন জগন্নাথ মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা গুপ্তেশ্বর রুত্রে নামে এক পুলিশকর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয় পর্যটকদের। পরে তা হাতাহাতিতে গড়ায়। ধস্তাধস্তিতে পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। আলাদা আলাদা করে সিংহদ্বার থানায় দু'পক্ষই এফআইআর দায়ের করেছেন।
মন্দির পুলিশের তরফের বলা হচ্ছে পুণ্যার্থীরা যাতে ঠিক করে মন্দিরে প্রবেশ করতে পারেন তার দেখাশোনার দায়িত্ব ছিল গুপ্তেশ্বরের ওপর। সেইমত ঘণ্টিদ্বারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি।
সকাল ন'টা নাগাদ পাঁচজনের ওই বাঙালি পর্যটকের দল মন্দিরের বেরোনোর দরজা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। তাতে বাধা দেন ওই গুপ্তেশ্বর। আর সেই কারণেই দু'পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। তারপর পুলিশকর্মীর উপর হামলা হয় বলে অভিযোগ।
যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছেন বাঙালি পর্যটকরা। পাল্টা দাবি করে তাঁরা বলেছেন, এত ভিড় ছিল সেখানে তাতে তাঁরা আটকে পড়েছিলেন। তখনই পুলিশকর্মী তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আর এর থেকেই গোটা ঘটনার সূত্রপাত। থানায় দু'পক্ষকে ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। গোটা ঘটনা খতিয়ে দেখে পরে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।