শেষ আপডেট: 22nd February 2024 08:02
দ্য ওয়াল ব্যুরো: কৃষক আন্দোলনে রক্ত ঝরছে। বুধবার আন্দোলনরত ২৪ বছর বয়সি এক তরুণ কৃষকের মৃত্যু হয় হরিয়ানা শম্ভু সীমানায়। এই মৃত্যু ঘিরে আন্দোলন আরও ভয়াবহ আকার নেয়। গতকাল সন্ধেয় ফের রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কৃষকদের। সূত্রের খবর, কৃষকদের মিছিল আটকাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক পুলিশ কর্মী। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি তাঁকে।
গত ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষক আন্দোলন শুরু হয়েছে। ফসলের ন্যায্য দাম সহ একাধিক দাবিতে দিল্লি চলোর ডাক দেয় কৃষকরা। পাঞ্জাব-হরিয়ানার অন্তত ২০ টি কৃষক সংগঠনের তরফে এই অভিযানের ডাক দেওয়া হয়। যদিও দিল্লি ঢোকার পথে আটকে দেওয়া হয় প্রতিবাদী কৃষকদের। ব্যারিকেড করে দেওয়া হয় সীমান্ত। এমনকি দিল্লিজুড়ে জারি করা হয় ১৪৪ ধারা। তবে সীমান্তে একেবারে ঘাঁটি গেড়ে বসে রয়েছেন প্রতিবাদী কৃষকরা। যা নিয়ে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে পুলিশের সঙ্গে।
হরিয়ানা পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিজয় কুমার। হরিয়ানার তোহানা সীমানায় কৃষকদের মিছিল আটকানোর দায়িত্ব ছিল তাঁর। গতকাল সন্ধেয় যখন পুলিশের সঙ্গে কৃষকদের ঝামেলা চরম আকার নিয়েছে তখন মিছিস আটকাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওই পুলিশ কর্মী। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি তাঁকে।
#हरियाणापुलिस के सब इंस्पेक्टर विजय कुमार का देर सांय हुआ निधन। किसान आंदोलन के दौरान टोहाना बॉर्डर पर तैनात थे विजय कुमार। ड्यूटी के दौरान अचानक हुई तबीयत खराब, आंदोलन में अब तक तीन पुलिस अधिकारियों का हो चुका देहांत। पुलिस महानिदेशक ने किया दुख व्यक्त। @ssk303 @anilvijminister pic.twitter.com/j1f0pQsjJJ
— Haryana Police (@police_haryana) February 21, 2024
গতকালই হরিয়ানার খানাউরিতেও আন্দোলনকে ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। সেখানে অন্তত ১২ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। তার পরেই প্রতিবাদী কৃষকদের নেতা সারওয়ান সিং পান্ধের জানান, আগামী দুদিনের জন্য বন্ধ থাকবে কৃষকদের দিল্লি চলো অভিযান। শুক্রবার পরিস্থিতি দেখে ফের দিল্লি চলো নিয়ে আলোচনায় বসবেন কৃষকরা।
গত কয়েকদিন ধরেই হরিয়ানার শম্ভু সীমানায় চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গেছে, পুলিশকে লক্ষ্য করে লাগাতার ইটবৃষ্টি করা হয়। পালটা বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পুলিশের তরফে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। তাতে এক কৃষক নেতার মৃত্যু হয় বলে অভিযোগ। তরুণ ওই কৃষক নেতার নাম শুভ করণ সিং। গত রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বছর সত্তরের মনজিৎ সিংয়ের। তার আগে ১৬ ফেব্রুয়ারি আন্দোলন চলার সময়েই প্রয়াত হন ৭৮ বছরের জ্ঞান সিং।