শেষ আপডেট: 31st October 2024 13:06
দ্য ওয়াল ব্যুরো: চট্টগ্রামে হিন্দু সাধুদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করেছে পুলিশ। জনৈক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশের মামলা গ্রহণকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা ফের পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
যে হিন্দু ধর্মগুরুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের অন্যতম চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের ইসকনের সাধু। গত শুক্রবার চট্টগ্রামের লালদিঘিতে সনাতন ধর্মাবলম্বীদের সভার পর সেখানে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে মামলায়। প্রধান আসামি করা হয়েছে চিন্ময়কৃষ্ণ দাসকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ওই ময়দান ও আশপাশে জাতীয় পতাকা লাগানো হয়েছিল।