শেষ আপডেট: 9th December 2024 14:14
দ্য ওয়াল ব্যুরো: বড়সড় বিস্ফোরণের হাত থেকে রক্ষা। সোমবার সাতসকালে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর-বারামুল্লা হাইওয়েতে উদ্ধার হয় আইইডি। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি।
জানা গেছে, অন্যান্য দিনের মতো সোমবার সকালে হাইওয়েতে তল্লাশি অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনা। সে সময় আচমকাই বিস্ফোরকটি চোখে পড়ে। এরপর এক মুহূর্ত দেরি না করে খবর দেওয়া হয় জম্মু ও কাশ্মীর পুলিশের বোম্ব স্কোয়াডকে।
সূত্রের খবর, এদিন হাইওয়ের পাহাল্লান এলাকায় একটি সন্দেহজনক বস্তু নজরে আসে সেনার। বিষয়টি দেখে একটু অন্যরকম মনে হওয়ায় খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। পরে তাঁরাই ঘটনাস্থলে পৌঁছে সেটিকে আইইডি হিসাবে শনাক্ত করে বলে খবর।
এদিন বিস্ফোরক উদ্ধারের পর গুলমার্গের কাছেই এলাকাটি পুরোপুরি ঘিরে ফেলা হয়। বন্ধ করে দেওয়া হয় যান চলাচলও। যদিও যুদ্ধকালীন তৎপরতায় প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় সেটি নিষ্ক্রিয় করা হয় বলে জানা গেছে। তবে কে বা কারা এমন কাণ্ড ঘটাল তা জানার চেষ্টা চলছে। ঘটনার জেরে বাড়ানো হয়েছে নিরাপত্তাও।
গত সপ্তাহেই বেআইনি কার্যকলাপের খবর পেয়ে শোপিয়ান ও বারামুল্লা জেলায় অবস্থিত তিনটি বাড়িতে হানা দিয়েছিল ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। তারপর সাতদিন কাটতে না কাটতেই এবার হাইওয়ের উপর বিস্ফোরক উদ্ধারের ঘটনায় থমথমে ভূস্বর্গ।