শেষ আপডেট: 19th October 2024 18:12
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব। তারপর তরুণীর সঙ্গে প্রেম। সেনা জওয়ানের পরিচয় ভাঁড়ানোর পর আসল পরিচয় সামনে আসতেই সম্পর্ক ভেঙে দেন ওই তরুণী। আর তারপরই ব্যক্তিগত ছবি, ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল তরুণের বিরুদ্ধে।
ঘটনাটি মধ্যপ্রদেশের সাতনা জেলার। সবটা শুরু হয় ২০২৩ সালে। তখনই সেনা জওয়ানের পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন অভিযুক্ত। তারপর আলাপ শুরু নির্যাতিতার সঙ্গে।
ধীরে ধীরে গাঢ় হয় সম্পর্ক। এরই মধ্যে ওই তরুণী জানতে পারেন, তরুণ কোনও সেনা জওয়ান তো ননই, একটি হস্টেলে রান্নার কাজ করেন তিনি। যার পরই সম্পর্ক ভেঙে দেন ওই তরুণী।
ঘটনার পরই ওই তরুণ হুমকি দিতে থাকেন, ব্যক্তিগত মুহূর্তের যাবতীয় ছবি ও ভিডিও ছড়িয়ে দেবেন। অভিযোগ, সেই ভয় দেখিয়েই একাধিকবার তরুণীকে ধর্ষণ করেন তিনি।
তরুণীর বয়ানের ভিত্তিতে ধর্ষণের অভিযোগে-সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। অভিযুক্তের খোঁজে মহারাষ্ট্রের নাগপুরে পুলিশের একটি দল পাঠানো হয়। শুক্রবারই অভিযুক্ত তরুণকে পাকড়াও করে পুলিশ।