বিচারক সেজে নিজের বানানো আদালতে বসে আছেন অভিযুক্ত
শেষ আপডেট: 22nd October 2024 13:52
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো বিচারক তো বটেই, একেবারে ভুয়ো আদালত খুলে প্রতারণা চক্র চলছিল গুজরাতের গান্ধীনগরে। জমি সংক্রন্ত একটি মামলার তদন্ত করতে গিয়ে এই ভুয়ো আদালতের খোঁজ পায় পুলিশ।
জানা যাচ্ছে গত প্রায় পাঁচ বছর ধরে এই আদালত চলছিল। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। যাঁর নাম মরিস স্যামুয়েল ক্রিশ্চিয়ান।
পুলিশ সূত্রে খবর, মরিস নিজেই ওই ভুয়ো আদালতের 'বিচারক' সেজে বসেছিলেন। ২০১৯ সালে সরকারি জমি সংক্রান্ত একটি মামলায় আবেদনকারীর পক্ষে 'নির্দেশ'ও দিয়েছিলেন এই স্যামুয়েল থুরি ‘ভুয়ো বিচারক’। ওই নির্দেশের সূত্র ধরেই ভুয়ো আদালতের সন্ধান মেলে।
নগর দায়রা আদালতে যাঁদের জমি সংক্রান্ত মামলা বিচারাধীন তাঁদেরই এই প্রতারণার জালে ফাঁসাতেন অভিযুক্ত। অভিযোগ উঠেছে তিনি একটি নির্দিষ্ট অঙ্কের টাকার টোপ দিয়ে নগর দায়রা আদালতে জমে থাকা মামলা নিজের তৈরি আদালতে শুনানির জন্য নিতেন।
নিজে বিচারক তো সেজেইছেন, সাগরেদ জুটিয়ে আদালতের কর্মচারীও সাজিয়েছেন। গোটা ব্যাপারটাই এমনভাবে তৈরি করা হয় যাতে ওপর ওপর দেখলে বোঝাই না যায় যে এটা ভুয়ো আদালত।
পুলিশ তদন্ত শুরু করে গ্রেফতার করে অভিযুক্ত মরিসকে। ধৃতের বিরুদ্ধে সরকারি আধিকারিকের ভুয়ো পরিচয় ব্যবহার করা, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।