শেষ আপডেট: 5th November 2024 10:32
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের মধ্যেই নার্সকে ধর্ষণের অভিযোগ হাসপাতালে ডিরেক্টরের বিরুদ্ধে। জানা যাচ্ছে দু'মাস আগেই ২২ বছরের ওই তরুণী কাজে যোগ দিয়েছিলেন। গত রোববার রাতের দিকে তরুণীকে ঘরে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ। সোমবার অভিযুক্ত ডিরেক্টরকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটা উত্তরপ্রদেশের কানপুরের। তরুণীর অভিযোগ, নৈশভোজের পরে কিছু কাজকর্মের জন্য হাসপাতালে ডিরেক্টর তাঁকে রাতে হাসপাতালেই থেকে যেতে বলেন। এরপর মাঝরাতের দিকে ওই ডিরেক্টর তরুণীকে নিজের ঘরে ডেকে পাঠান। তরুণী চেম্বারে ঢুকলে ডিরেক্টর তাঁকে জোর করে ভিতরে টেনে নেন এবং দরজা বন্ধ করে দেন।
রোববার রাতে থানায় অভিযোগ জানান তরুণী। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযুক্ত ওই ডিরেক্টরকে গ্রেফতার করা হয়।
কল্যাণপুরের সহকারী পুলিশ কমিশনার অভিষেক পান্ডে জানান, দু'মাস আগেই নার্স হিসেবে ওই হাসপাতালে যোগ দেন তরুণী। রোববার হাসপাতালে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল সেখানে আমন্ত্রিত ছিলেন নির্যাতিতাও।
পুলিশ সূত্রে খবর হাসপাতালে ডিরেক্টর ওই নার্সকে ঘরের মধ্যে বন্দি করে ধর্ষণ করেছেন বলে অভিযোগ জানানো হয়। তদন্তের স্বার্থে তারা অভিযুক্ত ডিরেক্টরের নাম পরিচয় প্রকাশ করেনি। অভিযোগকারী নার্সের শারীরিক পরীক্ষা করানোরও ব্যবস্থা করেছে পুলিশ। পরীক্ষার পর নির্যাতিতার গোপন জবানবন্দী সংগ্রহ করা হবে বলে খবর।