শেষ আপডেট: 22nd September 2024 15:34
দ্য ওয়াল ব্যুরো: 'গুড টাচ', ‘ব্যাড টাচ'-এ কতটা ফারাক, সেটাই বোঝাচ্ছিলেন এক পেশাদার মনোবিদ। তখনই পাঁচ নাবালিকাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে এক সরকারি হোমে।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নাগাপত্তিনম জেলার সমাজকল্যাণ দফতরের অধীনে থাকা এক সরকারি হোমে। অভিযুক্ত ওই মনোবিদকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
নাবালিকারা মনোবিদের এই কার্যকলাপ প্রথমেই জানায় তাদের হোমের শিশুকল্যাণ কমিটির এক সদস্যকে। পরে হোমের সুপারকে তিনি গোটা ঘটনা জানানোর পর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেন অভিযুক্ত ওই মনোবিদের বিরুদ্ধে।
তারপরই পুলিশে জানানো হলে তারা পকসো আইনে এফআইআর করে তদন্ত শুরু করে। বেশিক্ষণ সময় লাগেনি সবটা জানতে। ধৃতকে জেরা করতেই বেরিয়ে আসে সত্যিটা। এখনো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা।
ঘটনা থেকে সচেতন হয়ে জেলা শিশু সুরক্ষা আধিকারিক জানিয়েছেন, এরপর থেকে তিন সদস্যের একটি দল শিশুদের কাউন্সেলিং করবে। শুধু তাই নয় মনোবিদ নিয়োগের ক্ষেত্রে পুরুষদের বদলে মহিলাদেরই নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ক'দিন আগেও নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উঠেছিল ভোপালের এক বেসরকারি স্কুলে। এছাড়াও মহারাষ্ট্র, কর্ণাটকের স্কুলেও এধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তারই মধ্যে এবার সরকারি হোমে এহেন ঘটনা সেই প্রশ্নকেই আরও জোরালো করল বলেই মনে করছেন অনেকে।