শেষ আপডেট: 25th July 2024 16:52
দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালের জানুয়ারি মাস। পাঞ্জাবের পাঠানকোটে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেই হামলার কথা এখনও কেউ ভোলেনি। তবে আবার সেখানে হামলা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ভারতীয় সেনা গোপন সূত্রে খবর পেয়েছে, পাঠানকোটে এই মুহূর্তে ৭ জঙ্গি লুকিয়ে রয়েছে। পুলিশের তরফে এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে।
বিগত কয়েক মাস ধরে লাগাতার হামলার ঘটনা ঘটছে জম্মু-কাশ্মীরে। গত মঙ্গলবারও এক জওয়ান শহিদ হয়েছেন। এবার কি তাহলে ফের পাঠানকোটে হামলা চালাতে পারে জঙ্গিরা? এই প্রশ্ন দেখা দিয়েছে সকলের মনে। তবে কোনও ঝুঁকি না নিয়েই ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনীর জওয়ানরা। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে সর্বত্র।
সেনা সূত্রে খবর, পাঠানকোটের ফাংটোলি গ্রামে এক জঙ্গির পায়ের ছাপ মিলেছে। পুলিশ জানতে পেরেছে, স্থানীয় গ্রামবাসীরা সন্দেহভাজন কয়েক জনকে কয়েকদিন আগেই ঘোরাফেরা করতে দেখেছেন। কেউ কেউ তাঁদের কাছে জলও খেতে চেয়েছিল। সন্দেহ তীব্র হওয়ায় তারাই পুলিশকে খবর দেন এবং পরে সন্দেহভাজন এক জঙ্গির চেহারা আঁকতে সাহায্য করেন।
গ্রামবাসীরা জানিয়েছেন, ওই সন্দেহভাজনরা জঙ্গলের দিকে চলে গেছে। তবে যাওয়ার আগে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে তারা এও জিজ্ঞেস করেছিল যে কারা কারা একা থাকে, বা বাড়িতে ক'জন থাকে। এই খবর পাওয়ার পরই সেনা এবং পুলিশের যৌথবাহিনী চিরুনি তল্লাশি শুরু করেছে। পায়ের ছাপের সূত্র ধরেই জঙ্গিদের খোঁজ চালানো হচ্ছে।