মমতা বন্দ্যোপাধ্যায় ও মোদী
শেষ আপডেট: 5th January 2025 12:19
দ্য ওয়াল ব্যুরো: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্মদিনে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার সকাল ৯ টা ৫০ নাগাদ মমতার উদ্দেশে এক্স হ্যান্ডলে মোদী লেখেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিদির জন্মদিনে আমার শুভেচ্ছা। ওঁর দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করি'।
On her birthday, I convey my greetings to West Bengal CM Mamata Didi. Praying for her long and healthy life. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) January 5, 2025
রবিবার অর্থাৎ ৫ জানুয়ারি ৭১ তম জন্মদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee Birthday)। ২০১১ থেকে ১৪ বছর রাজ্যে ক্ষমতায় রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী দলগত ভাবে তৃণমূল বিরোধী হলেও সৌজন্যতায় কোনও খামতি রাখলেন না। তাই সকাল সকাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন তিনি। একদম 'দেরি' করলেন না।
বস্তুত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে সকাল সকাল তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাত হয়ে গেলেও তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে প্রধানমন্ত্রীর জন্মদিনে কোনও শুভেচ্ছাবার্তা 'পোস্ট' দেখা যায়নি।
গত বছর ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা পর্যন্তও মমতা তাঁর এক্স হ্যান্ডল থেকে মোদীকে শুভেচ্ছা জানিয়ে কোনও পোস্ট করেননি। সেদিন সাতসকালে মমতা কেবল একটিই পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডলে— বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা।
যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর মধ্যে সৌজন্য থাকাটাই দস্তুর। অতীতেও মোদীর জন্মদিনে মমতা শুভেচ্ছা জানিয়েছিলেন, কিন্তু গতবার ব্যাতিক্রম ছিল। মোদী অবশ্য মমতার জন্মদিনে সে 'ভুল' করলেন না।