Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মরলে মরব, তেহরান ছেড়ে যাব না! বিবিসির সাংবাদিককে বলেছেন বাবা-মা, বলছেন আরও অনেক ইরানিজন্মদিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, সুস্থতা কামনা অভিষেকেরবেনজির: সুইস ব্যাঙ্কে গত বছরে বাংলাদেশিদের জমার অঙ্ক ৩৩ গুণ বেড়েছে, কারা রাখল এত টাকাবৃষ্টির ইনিংস জারি থাকবে রাজ্যে, আগামী ক'দিন ভিজবে এই জেলাগুলিস্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প
Adampur Air Base

ধ্বংসের চেষ্টা করেছিল পাকিস্তান! পাঞ্জাবের সেই এয়ারবেসে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ মোদীর

সোমবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ধ্বংসের চেষ্টা করেছিল পাকিস্তান! পাঞ্জাবের সেই এয়ারবেসে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ মোদীর

পাঞ্জাবের এয়ারবেসে প্রধানমন্ত্রী মোদী

শেষ আপডেট: 13 May 2025 15:15

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণ ব্যাপার, এই এয়ারবেসই ধ্বংস করার দাবি করেছিল পাকিস্তান।

ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর সীমান্ত হামলার বহর বাড়িয়েছিল পাকিস্তান সেনা। ড্রোনের পাশাপাশি মিসাইল হানারও চেষ্টা করেছিল তারা। শুধুমাত্র আদমপুর এয়ারবেস নয়, দেশের একাধিক এয়ারবেস ধ্বংস করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কারণে তারা নাস্তানাবুদ হয়। যদিও পরবর্তী সময়ে পাক সেনা দাবি করেছিল যে তারা পাঞ্জাবের এই এয়ারবেসের ক্ষতি করতে সক্ষম হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর সফরের পর নিশ্চিত হয়ে গেছে, পাকিস্তান সর্বৈব মিথ্যে কথা বলেছে।

পাঞ্জাবের এয়ারবেসে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করে সোশ্যাল মিডিয়ায় বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, ''আকাশ, জল থেকে মাটি-সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। সেনাবাহিনী সর্বত্র সতর্ক। ভবিষ্যতে এমন হামলার চেষ্টা হলে এভাবেই জবাব দেওয়া হবে।'' মোদী এও বলেন, যারা পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করা আমার কাছে এক বিশেষ অভিজ্ঞতা।

 সোমবার রাত আটটায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, "সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্যও একসঙ্গে চলতে পারে না। জল আর রক্তও এক সঙ্গে বইতে পারে না।" একইসঙ্গে, তিন বাহিনীর ভূয়শী প্রশংসা করেন তিনি। পাশাপাশি মনে করিয়ে দেন, অপারেশন সিঁদুর বন্ধ হয়নি। তা স্থগিত হয়েছে মাত্র। পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের উপর সেনাবাহিনী নজর রাখছে। তিন বাহিনী সমরসজ্জায় প্রস্তুতও রয়েছে। দরকার পড়লেই ফের জবাব দেওয়া হবে। 
 


ভিডিও স্টোরি