সোমবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পাঞ্জাবের এয়ারবেসে প্রধানমন্ত্রী মোদী
শেষ আপডেট: 13 May 2025 15:15
দ্য ওয়াল ব্যুরো: সোমবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণ ব্যাপার, এই এয়ারবেসই ধ্বংস করার দাবি করেছিল পাকিস্তান।
ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর সীমান্ত হামলার বহর বাড়িয়েছিল পাকিস্তান সেনা। ড্রোনের পাশাপাশি মিসাইল হানারও চেষ্টা করেছিল তারা। শুধুমাত্র আদমপুর এয়ারবেস নয়, দেশের একাধিক এয়ারবেস ধ্বংস করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কারণে তারা নাস্তানাবুদ হয়। যদিও পরবর্তী সময়ে পাক সেনা দাবি করেছিল যে তারা পাঞ্জাবের এই এয়ারবেসের ক্ষতি করতে সক্ষম হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর সফরের পর নিশ্চিত হয়ে গেছে, পাকিস্তান সর্বৈব মিথ্যে কথা বলেছে।
পাঞ্জাবের এয়ারবেসে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করে সোশ্যাল মিডিয়ায় বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, ''আকাশ, জল থেকে মাটি-সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। সেনাবাহিনী সর্বত্র সতর্ক। ভবিষ্যতে এমন হামলার চেষ্টা হলে এভাবেই জবাব দেওয়া হবে।'' মোদী এও বলেন, যারা পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করা আমার কাছে এক বিশেষ অভিজ্ঞতা।
Today early morning, PM Modi went to the Adampur Air Base. He was briefed by Air Force personnel and he also interacted with the brave Jawans. pic.twitter.com/eXiYerYFuC
— ANI (@ANI) May 13, 2025
সোমবার রাত আটটায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, "সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্যও একসঙ্গে চলতে পারে না। জল আর রক্তও এক সঙ্গে বইতে পারে না।" একইসঙ্গে, তিন বাহিনীর ভূয়শী প্রশংসা করেন তিনি। পাশাপাশি মনে করিয়ে দেন, অপারেশন সিঁদুর বন্ধ হয়নি। তা স্থগিত হয়েছে মাত্র। পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের উপর সেনাবাহিনী নজর রাখছে। তিন বাহিনী সমরসজ্জায় প্রস্তুতও রয়েছে। দরকার পড়লেই ফের জবাব দেওয়া হবে।