শেষ আপডেট: 15th August 2024 10:28
দ্য ওয়াল ব্যুরো: ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবসের ভাষণে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ১৪০ কোটি ভারতবাসী বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত সর্বদা বাংলাদেশের ভাল চেয়েছে। আমরা বাংলাদেশের উন্নতি চাই। আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতির দ্রুত স্বাভাবিক হবে। ভারতবাসী চায় সে দেশে বসবাসকারী হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। বৃহস্পতিবারের ভাষণেও তিনি শুধু হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সরব হন। ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে বাংলাদেশে আওয়ামী লিগের নেতা-কর্মীদের পাশাপাশি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপরও হামলার অসংখ্য ঘটনা ঘটে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে। ইউনুস অল্প সময়ের নোটিসে ঢাকায় ঢাকেশ্বরী কালী বাড়িতে গিয়ে হিন্দু প্রতিনিধিদের সঙ্গে দেখা করে নিরাপত্তার আশ্বাস দেন। ঐক্য পরিষদের অভিযোগ, দেশের ৬৪টি জেলার মধ্যে ৫২টিতে সংখ্যালঘুদের উপর হামলা চালানো হয়।
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এর আগে সংসদে বিবৃতি দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সর্বদলীয় বৈঠকেও এ নিয়ে একাধিক দল সরব হয়। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রয়োজনে সে দেশের সরকারের হস্তক্ষেপ দাবি করতে সরকাররে পরামর্শ দেয় একাধিক বিরোধী দল।
বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত সরকারের উদ্বেগের কথা জানান। হোসেন জবাবে বলেন, বাংলাদেশ সরকার এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করছে। সেই সঙ্গে তিনি অনুযোগ করেন, ভারতের সংবাদমাধ্যম বাংলাদেশ নিয়ে অতিরঞ্জিত রিপোর্টিং করছে।