ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশের একাধিক এয়ারবেসের মতো পাঞ্জাবের আদমপুর এয়ারবেসেও হামলার চেষ্টা করেছিল পাকিস্তান।
নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 13 May 2025 17:12
দ্য ওয়াল ব্যুরো: ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির (India Pakistan Conflict) মধ্যে দেশের একাধিক এয়ারবেসের মতো পাঞ্জাবের আদমপুর এয়ারবেসেও (Punjab Adampur Airbase) হামলার চেষ্টা করেছিল পাকিস্তান (Pakistan)। কিন্তু সেই হামলা অনায়াসে প্রতিহত করে ভারতীয় জওয়ানরা (Indian Army)। মঙ্গলার সেই এয়ারবেসেই জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করে পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বলেন, ভারতের দিকে তাকালে কী হতে পারে তা বুঝে গেছে পাকিস্তান।
সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর' অভিযানের সাফল্য নিয়ে বার্তা দিয়েছিলেন তিনি। একই সঙ্গে পাকিস্তানকে হুঙ্কার দিয়ে তাঁর বক্তব্য ছিল, এবার থেকে তাঁদের সঙ্গে কথা হলে অধিকৃত কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়েই হবে। এছাড়া, আগামী দিনে ভারতের বিরুদ্ধে কোনও জঙ্গি হামলা হলে তা যুদ্ধ হিসেবেই ধরে নেওয়া হবে। মঙ্গলবার পাঞ্জাবের এয়ারবেস থেকে কার্যত একই সুরে পাকিস্তানকে তুলোধনা করলেন মোদী।
প্রধানমন্ত্রীর বক্তব্য, ''পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছি ভারতের দিকে নজর দেওয়ার একটাই পরিণাম, সেটা হল বিনাশ। আমরা যে ঘরে ঢুকে মারতে পারি, ওদের সেই বার্তাই দিয়েছি।'' মোদীর কথায়, ভারত যে ফের এয়ারস্ট্রাইক করবে তা ভাবতে পারেনি পাকিস্তান। তাই তারা ভয় পেয়েছে। তবে আগামী দিনে এমন হামলা হলে আবার প্রত্যাঘাত হবে। জঙ্গিদের আর কোনও সুযোগ দেওয়া হবে না। পাক সরকারকে নিশানা করে মোদী এও বলেন, ওরা সন্ত্রাসবাদীদের বাঁচানোর চেষ্টা করে। আগামী দিনে এই সুযোগও পাবে না।
জাতির উদ্দেশে ভাষণ দিয়ে মোদী স্পষ্ট বলেছিলেন, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। জল আর রক্তও এক সঙ্গে বইতে পারে না। তাই পাকিস্তানকে বুঝতে হবে তারা কী চায়। জঙ্গিদের সমর্থন করলে ভবিষ্যতে আবারও কড়া জবাব পাবে পাকিস্তান। এদিন জওয়ানদের সঙ্গে সাক্ষাতের পর নিজের বক্তব্যে সেটাই ফের পরিষ্কার করে দেন প্রধানমন্ত্রী। সাফ কথা, 'অপারেশন সিঁদুর'-এ যেমন ঘরে ঢুকে জঙ্গিদের মারা হয়েছে, পরেও এভাবে ঘরে ঢুকে জঙ্গিদের মারা হবে।
পাঞ্জাবের এয়ারবেসে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করে সোশ্যাল মিডিয়ায় বার্তাও দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, ''আকাশ, জল থেকে মাটি-সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। সেনাবাহিনী সর্বত্র সতর্ক। ভবিষ্যতে এমন হামলার চেষ্টা হলে এভাবেই জবাব দেওয়া হবে।'' মোদী এও বলেন, যারা পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করা আমার কাছে এক বিশেষ অভিজ্ঞতা।