শেষ আপডেট: 31st October 2024 11:15
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি ছাড়াও আজ দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় ঐক্য দিবস। সেই উপলক্ষ্যে গুজরাটের কেওয়াদিয়ার এক জনসভা থেকে ভাষণ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর বক্তব্যে উঠে এসেছে নকশাল প্রসঙ্গ। দেশের বিরোধী রাজনৈতিক জোটকে চরম আক্রমণ করেছেন তিনি। মোদীর দাবি, তাঁরা দেশের ঐক্য ভাঙার চেষ্টা করেই চলেছে।
বৃহস্পতিবার সর্দার বল্লবভাই বল্লভভাই প্যাটেলের জন্মদিনে গুজরাটে ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। তারপর বলেন, ''কিছু অপশক্তি শুধুমাত্র দেশের একতা নষ্ট করার চেষ্টা করে চলেছে রাজনীতি করার জন্য। তাঁরা সাধারণ মানুষকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। জনসাধারণের উচিত এইসব লোকেদের চিহ্নিত করে 'আরবান' নকশালদের জোটের বিরুদ্ধে একজোট হওয়া।'' মোদীর বার্তা, এখন গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে থাকে। তাই দেশবাসীকে চেষ্টা করতে হবে নিজেদের ঐক্য সুরক্ষিত রাখতে।
বিরোধী রাজনৈতিক জোট বা ইন্ডিয়া জোটের বিরুদ্ধে ভাঙনের রাজনীতি করার অভিযোগ এই প্রথম করলেন না প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের সময় প্রায় প্রতিটি প্রচার মঞ্চ থেকেই এমন অভিযোগ তুলেছিলেন তিনি। বৃহস্পতিবার তিনি আরও একবার বললেন, ''কিছু লোক দেশের উন্নতি দেখতে পারছে না। তাঁরা বিষয়টি নিয়ে চিন্তিত। তাই তাঁরা বিশ্বের কাছে ভারতের হয়ে খারাপ বার্তা দিতে চায়। জাত-পাতের নামে বিভাজন করে দেশের ক্ষমতা দখল করতে চায় তাঁরা। এই 'আরবান' নকশালদের চিহ্নিত করুন। ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে।''
মোদীর কথায় আজ 'এক দেশ, এক কর' এবং জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা অবলুপ্তির প্রসঙ্গও উঠে এসেছে। তিনি দেশবাসীকে মনে করিয়ে দেন, বিজেপি সরকার দেশের উন্নতি সাধনে যাবতীয় পদক্ষেপ নিয়েছে বিগত বছর ধরে। এটাও বলেন, গত ১০ বছর ধরে দেশের মধ্যে থেকে বিভাজন শূন্য করে দেওয়ার কাজও করেছে সরকার। বিরোধী জোটকে নাম না করে নিশানা করে মোদী এও বলেন, দেশের অভ্যন্তরে এবং বাইরে থেকে এরা অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করছে। ভারতীয় সমাজ এবং জাতীয় ঐক্যকে দুর্বল করাই এদের লক্ষ্য। এদের রুখতে হবে।