শেষ আপডেট: 29th October 2024 14:04
দ্য ওয়াল ব্যুরো: দেওয়ালি উপলক্ষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যখন অযোধ্যায় ২৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড করতে চলেছেন, তখন ফের রাম রাজনীতি শোনা গেল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। মঙ্গলবার মোদী বলেন, ৫০০ বছর পর ভগবান রাম তাঁর নিজের ভিটেতে দীপাবলি পালন করবেন। তাই এবারের দেওয়ালি একটি বিশেষ তাৎপর্য বহন করতে চলেছে।
মোদী একইসঙ্গে এদিন ধনতেরাস উপলক্ষে দেশবাসীকে শুভকামনা জানান। তিনি বলেন, দেশের সব নাগরিককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আর দুদিন পরেই আমরা দেওয়ালি পালন করতে চলেছি। এবছরের দেওয়ালি একটি বিশেষ ঘটনা। কারণ, ৫০০ বছর পর এই প্রথম ভগবান রাম তাঁর অযোধ্যার নিজের মন্দিরে দেওয়ালি পালন করবেন। আমরাও তাঁর বিশালাকার মন্দিরে এই প্রথম রামের সঙ্গে দেওয়ালি পালন করব। এরকম মহান ও বিশাল দেওয়ালি দেখার জন্য মুষ্টিমেয় সৌভাগ্যবানের মধ্যে আমরা।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী মোদী। এদিনই প্রধানমন্ত্রী রোজগার মেলার ভিডিও কনফারেন্সে দেশের যুবসমাজকে অভিনন্দন জানান। মোদীর কথায়, এই উৎসবের আবহাওয়ায় আজ একটি বিশেষ পবিত্র দিন। এই মেলায় দেশের ৫১ হাজার যুবক-যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।